<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে একাধিক নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার স্কুল ও কলেজের জন্য ৯টি এবং বিশ্ববিদ্যালয়ের জন্য ছয়টি নির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঠানো নির্দেশনায় স্বাক্ষর করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ববিদ্যালয়ের প্রতি নির্দেশনায় উপদেষ্টা বলেন, বিভিন্ন স্থানে নানা ঘটনায় বিশ্ববিদ্যালয়গুলোয় সম্প্রতি শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি এবং কিছু ক্ষেত্রে মব জাস্টিসের মতো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হচ্ছে। ফলে একদিকে যেমন শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার পরিবেশ বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার মান অক্ষুণ্ন রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য বলে জানানো হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছয় দফা নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে শান্তি ও শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কর্মশালা, সেমিনার ও আলোচনার আয়োজন করা; এর পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রম গ্রহণ করে শিক্ষার্থীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহ প্রদান; রাজনৈতিক ইস্যুতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি থেকে তাদের বিরত রাখা এবং মব জাস্টিসের ঝুঁকি ও পরিণতি সম্পর্কে অবহিত করা; ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করার জন্য পর্যাপ্তসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন; ক্যাম্পাসের প্রবেশ ও প্রস্থান পয়েন্টগুলোতে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালুকরণ; সংঘর্ষ এড়াতে সব পক্ষের সঙ্গে সময়োপযোগী আলোচনা চালিয়ে যাওয়া; অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে বিদ্যমান আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণে উদ্যোগ গ্রহণ; শিক্ষার পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ; বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন তৈরি এবং তা প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠাতে বলা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে শিক্ষার্থীদের সংঘাতে না জড়াতে স্কুল-কলেজে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে কো-কারিকুলার কার্যক্রমের একটি তালিকা নমুনাও প্রকাশ করা হয়েছে।</span></span></span></span></p>