<p>রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ কমিটি গঠন করা হয়েছে।</p> <p>শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমযার্দা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যাচাইয়ে বিষয়ে কাজ চলমান। শীঘ্রই কমিটির বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।</p> <p>এর আগে ১৯ নভেম্বর তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। ছয়জন শিক্ষার্থী প্রতিনিধি ওই আলোচনায় অংশ নেন। সেদিনের বৈঠকে উপদেষ্টা নাহিদ ও বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন করার আশ্বাস দিলে তিতুমীরের শিক্ষার্থীর আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তিতুমীর কলেজের বিষয়ে কমিটি করবে সরকার, আন্দোলন প্রত্যাহার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732020636-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তিতুমীর কলেজের বিষয়ে কমিটি করবে সরকার, আন্দোলন প্রত্যাহার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/19/1448409" target="_blank"> </a></div> </div> <p>২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এ কলেজের একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।</p>