<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গৌরীপুরের বোকাইনগর মাইজহাটি গ্রামে প্রতিষ্ঠিত হাজেরা আসকার দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে গতকাল শুক্রবার বিনা মূল্যে চোখের চিকিৎসাসেবা পেলেন দুই হাজার ৫৭৮ জন দরিদ্র রোগী। বাংলাদেশ আই ট্রাস্ট ফাউন্ডেশন, রোটারি ক্লাব অব ঢাকা, রোটারি ক্লাব অব ময়মনসিংহের ব্যবস্থাপনায় চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় স্থানীয় উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। এ ক্যাম্পের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা, ওষুধ, টেস্ট, চশমা দেওয়া হয়। একুশে পদক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত গল্প লেখক, অভিনেতা, ভাষাসৈনিক আসকার ইবনে শাইখের নামে প্রতিষ্ঠিত এই দাতব্যটি।</span></span></span></span></span></p>