<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৃত্যুর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে বলে মনে করেন বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদ। পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, বিটিভিতে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির মান ক্রমেই অবনতি হচ্ছে। শিল্পীদের সম্মানী দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম চলছে। সময়মতো পাওনা পাচ্ছেন না অনেক শিল্পী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৬০ বছরের বিটিভি, ডুবছে বিটিভি, বাঁচাও বিটিভি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন সংগঠনটির সদস্যসচিব ও বিটিভির বাদ্যযন্ত্রী শিল্পী (ড্রামার) পলাশ কুমার সাউ প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর বিটিভি ৬০ বছরে পদার্পণ করতে চলেছে। বাংলাদেশে শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও বিনোদনের জন্য বিটিভির ছিল ব্যাপক ভূমিকা। বিশেষ করে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৭০ ও </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৮০-এর দশকে বিটিভি অনেক কালজয়ী গান, নাটক, শিল্পী ও কলাকুশলীর জন্ম দিয়েছে। আজকের দিনে যাঁরা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নানাভাবে প্রতিষ্ঠিত, একসময় তাঁদের প্রাণের জায়গা ছিল বিটিভি। কিন্তু দুঃখজনক, ৬০ বছরপূর্তির প্রাক্কালে দাঁড়িয়ে বর্তমানে বিটিভিতে চরম অব্যবস্থাপনা, কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, অদক্ষতা ও জবাবদিহির অভাবে জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ডুবতে বসেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্মেলনে বিটিভিকে রক্ষায় ১২ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে স্টেক হোল্ডারদের ভেতর থেকে মেধাবীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সংস্কার কমিটি গঠন করতে হবে; বিটিভিতে তালিকাভুক্ত শিল্পী, কলাকুশলীসহ সবার শিল্পী সম্মানী শতভাগ বাড়াতে হবে; শিল্পীদের সম্মানী থেকে ১০ শতাংশ ভ্যাট কাটা বন্ধ করতে হবে; প্রতিটি অনুষ্ঠানের বাজেট শিট উন্মুক্ত করে জবাবদিহি সচ্ছতা নিশ্চিত করতে হবে; তালিকাভুক্ত সব শিল্পী, কলাকুশলী, সুরকার, গীতিকার, বাদ্যযন্ত্রী ও অভিনেতাসহ সব পর্যায়ের শিল্পীদের গ্রেড ও নীতিমালা অনুযায়ী বিটিভির সব অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে; শিল্পীদের পেমেন্ট বা শিল্পীসম্মানী অনুষ্ঠানের দিন রেকর্ডিং শেষেই দেওয়ার ব্যবস্থা করতে হবে; প্রত্যেক বিষয়ে দ্রুত গ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে; টাকার বিনিময়ে ও তদবিরে নিম্নমানের শিল্পী ও তালিকাভুক্ত নন, এমন শিল্পীদের অনুষ্ঠানে অংশগ্রহণ বন্ধ করতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দাবিনামায় আরো বলা হয়, শুধু কাগুজে অনুষ্ঠান তৈরি করে (যা প্রচার হয় না কিন্তু বাজেট হয়) যে টাকা লুটপাট করা হয়েছে, তা তদন্ত করে চিহ্নিত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে; ঢাকা কেন্দ্রের বাদ্যযন্ত্রী শাখার সিন্ডিকেট ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিতে হবে; বিটিভির অডিশনের নীতিমালা ভঙ্গ করে সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে সংগীতশিল্পীদের যে অডিশন সম্পন্ন করার অভিযোগ উঠেছে, সে ব্যাপারে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।</span></span></span></span></span></p>