<p>টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানে বন ও খালের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা সাতটি বাড়ি ও দুটি সমিল উচ্ছেদ করে প্রায় এক একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যৌথ বাহিনীর অভিযানে ওই সাত বাড়ির ১০টি ঘর ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।  এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সহকারী বন সংরক্ষক আবু সালেহ, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসীন হোসেন এবং মির্জাপুর থানার পুলিশ ও সেনা ক্যাম্পের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত ৫ আগস্টের পর মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় প্রায় এক একর বনের জমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করে ওই এলাকার একটি চক্র।</p> <p> </p>