<p>সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সামেবশ করছে সনাতনী সম্প্রদায়ের লোকজন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রাম নগরের চেরাগী মোড়ে বিক্ষোভ সমাবেশ করছে তারা। চেরাগী মোড়ে অবস্থান নিয়ে তারা চিন্ময় কৃষ্ণের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গণমাধ্যম অফিসে ভাঙচুর বরদাশত করা হবে না : নাহিদ ইসলাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732542854-d5675cedc94db9c96b8fc29d69f485d8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গণমাধ্যম অফিসে ভাঙচুর বরদাশত করা হবে না : নাহিদ ইসলাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/25/1450536" target="_blank"> </a></div> </div> <p>বিক্ষোভ মিছিলে আসা সনতানী সম্প্রদায়ের মানুষজন বলছে, চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। তিনি সনাতনী সম্প্রদায়ের দাবি তুলে ধরেছেন। কোনো অন্যায় করেননি। বিনা অপরাধে কেন তাকে গ্রেপ্তার করা হলো।<br />  <br /> এদিকে চেরাগী মোড় এলাকায় বিক্ষোভকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ কালের কণ্ঠকে বলেন, ‘চেরাগীতে সনাতন ধর্মালম্বীরা জড়ো হয়ে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কত টাকার সম্পত্তি পাচ্ছেন এ আর রহমানের সাবেক স্ত্রী সায়রা বানু?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732541938-1170674bf542379fb94253ad75513d9f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কত টাকার সম্পত্তি পাচ্ছেন এ আর রহমানের সাবেক স্ত্রী সায়রা বানু?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/25/1450530" target="_blank"> </a></div> </div> <p>  </p> <p><br /> এর আগে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম, রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি চট্টগ্রামের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন ফিরোজ খান নামের এক ব্যক্তি।</p>