<p>বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালদ্বীপের হাইকমিশনারের শিউনিন রশীদ।</p> <p>রবিবার (২৪ নভেম্বর)  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জিম্বাবুয়েকে ২০৫ রানে আটকিয়েও ৮০ রানের হার পাকিস্তানের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732460637-41fab80c06e09fb7106e52daef48a442.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জিম্বাবুয়েকে ২০৫ রানে আটকিয়েও ৮০ রানের হার পাকিস্তানের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/24/1450174" target="_blank"> </a></div> </div> <p>সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের ইতিমধ্যে সম্পাদিত কাজের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান জানালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ বিষয়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ চিহ্নিত করে সেই অনুযায়ী কার্যকরী পদক্ষেপ গ্রহণের অভিমত ব্যক্ত করেছেন।</p> <p>মালদ্বীপের হাইকমিশনার ইন্ডিয়ান ওশান টুনা কমিশনের সদস্য হিসেবে বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস প্রদান করলে উপদেষ্টা বলেন, কার্যকরী দক্ষতা উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।</p>