<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদারীপুরের দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজিদ-উল হাসান চৌধুরীর আদালতে দুজনের জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। পরে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে ব্যাপক পুলিশি পাহারায় মাদারীপুর কারাগার থেকে সাবেক এই দুই সংসদ সদস্যকে আদালতে তোলা হয়। পরে আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী দুই নেতাকে আদালতে হাজির করাকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কেন্দ্র করে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। শাজাহান খান ও ড. আবদুস সোবহান মিয়া গোলাপ দুটি হত্যা মামলায় দীর্ঘদিন ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে নিহত দীপ্ত ও তাওহীদ সন্নামাত হত্যা মামলা আসামি ছিলেন এই সাবেক দুই এমপি। নিহতের ঘটনায় মাদারীপুরে দুই মামলা হয়। সেই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন শাজাহান খান ও গোলাপ। গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় দুই সাবেক সংসদ সদস্যকে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসামিপক্ষের আইনজীবী বাবুল আক্তার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিহত তাওহীদ সন্নামাত ও দীপ্ত দে হত্যা মামলায় মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এবং মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে মাদারীপুর আদালতে হাজির করা হয়। আমরা আসামিদের জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে দুজনকেই কারাগারে পাঠান।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>