<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গতকাল রবিবার রাতে বাগবিতণ্ডার জেরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে এই সংঘর্ষের সূত্রপাত। বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের সূত্রপাত। এরপর কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বুটেক্সের ওসমানী হলের শিক্ষার্থী শাফিন বলেন, লতিফ ও আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংর্ঘষে রূপ নেয়। পরে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানায়, বিটাক মোড় এলাকায় বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। সেখানে এক ঘণ্টার বেশি সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার জানান, হলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কী কারণে সংঘর্ষের শুরু হয়েছে, তা জানার চেষ্টা চলছে।</span></span></span></span></p> <p> </p>