<p>সকালের সূর্য দিনের সঠিক পূর্বাভাস দেয় না। তা আরেকবার প্রমাণিত হলো। পার্থ টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়াতে যারা ধরে নিয়েছিল ম্যাচ হারতে যাচ্ছেন জাসপ্রিত বুমরাহ-বিরাট কোহলিরা, তাদের গালে যেন চপেটাঘাতই করল ভারত। চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে।</p> <p>অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয় ভারতের। ২০১৮ সালে পার্থ স্টেডিয়াম উদ্বোধনের পর এই মাঠে প্রথম হার অস্ট্রেলিয়ার। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে পুরনো সিংহাসনেও ফিরেছে ভারত।</p> <p style="text-align:center"><img alt="33" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/Screenshot (58).png" width="1000" /></p> <p>নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারায় ভারত। এবার সেই স্থান ফিরে পেয়েছে তারা। পার্থের জয়ে যেন ‘এক ঢিলে দুই পাখি মেরেছে’ ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এবং তাদেরকে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দুইয়ে পাঠানো।</p> <p>২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫ ম্যাচ খেলে ভারতের জয়ের শতাংশ ৬১.১১। অন্যদিকে শীর্ষস্থান হারানো অস্ট্রেলিয়ার জয়ের শতাংশ  ৫৭.৬৯। এখন পর্যন্ত তারা ম্যাচ খেলেছে ১৩টি। ৯ টেস্টে ৫৫.৫৬ শতাংশ জয়ে তিনে আছে শ্রীলঙ্কা। চারে থাকা নিউজিল্যান্ডের ৫৪.৫৫ শতাংশ জয়ের বিপরীতে ৫৪.১৭ শতাংশ জয় নিয়ে পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা। ২৭.৫০ শতাংশ জয়ে ৮ নম্বরে আছে বাংলাদেশ। ১০ ম্যাচ খেলা বাংলাদেশের ওপরে আছে পাকিস্তান (৩৩.৩৩) ও ইংল্যান্ড (৪০.৭৯)। আর সবার শেষে আছে ১৮.৫২ শতাংশ জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ।</p>