<p>ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির সোমবার সতর্ক করে বলেছেন, লেবাননে চলমান যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে তা হবে ‘বড় ভুল’, যা নিয়ে বর্তমানে আলোচনা চলছে।</p> <p>লেবাননে সংঘর্ষ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল গত সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে তাদের বিমান হামলা জোরদার করে এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযানে যায়, এক বছর ধরে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে চলমান সংঘর্ষের পর। এর আগে লেবানন ও ইসরায়েল সফরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দূত আমোস হোচস্টেইন যুদ্ধবিরতি নিয়ে ‘অগ্রগতির’ কথা জানান। </p> <p>বেন গভির এক্স প্ল্যাটফরমে এক পোস্টে লিখেছেন, ‘লেবাননের সঙ্গে কোনো চুক্তি করা বড় ভুল। এখন যুদ্ধ শেষ করা হবে হিজবুল্লাহ নির্মূলের এক ঐতিহাসিক সুযোগ নষ্ট করা।’</p> <p>ইরান সমর্থিত ইসলামপন্থী সংগঠনের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘আমি সব সীমাবদ্ধতা ও কারণ বুঝতে পারি, তবু এটি মারাত্মক ভুল।’ এ ছাড়া বেন গভির ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘পরিপূর্ণ বিজয়’ না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। </p> <p>এই মনোভাব ডানপন্থী রাজনৈতিক নেতাদের মধ্যে গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়েও দেখা যায়। গাজায় যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের দক্ষিণে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর। ইসরায়েলি সংবাদমাধ্যম সোমবার জানায়, বেন গভিরের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে নেতানিয়াহু অনুমোদন দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তারা সম্ভাব্য যুদ্ধবিরতি বাস্তবায়নে ফ্রান্সের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমর্থক ফ্রান্স লড়াই বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে।</p> <p>এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, তারা বেইরুতের দক্ষিণ শহরতলির দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ রবিবার লেবানন থেকে ইসরায়েলে প্রায় ২৫০টি রকেট নিক্ষেপ করেছে বলেও তারা জানায়, যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা।</p> <p>২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর হিজবুল্লাহ ‘সমর্থন ফ্রন্ট’ খুলে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছোড়ার মাধ্যমে লড়াইয়ে জড়ায়। এরপর ইসরায়েল ২৩ সেপ্টেম্বর লেবাননে বড় আকারের বিমান হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে লেবাননে অন্তত তিন হাজার ৭৫৪ জন নিহত হয়েছে, যার বেশির ভাগই সেপ্টেম্বরের পর। অন্যদিকে গত ১৩ মাসে ইসরায়েলের ৮২ জন সেনা ও ৪৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।</p> <p>সূত্র : এএফপি</p>