<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যশোরের মণিরামপুরে হামলা চালিয়ে সাধুসঙ্গ ও বাউল গানের আসর পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পাড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বাউল গানের আসরের আয়োজক এস এম ফজলুর রহমান ওরফে মন্টু ফকির জানান, প্রতিবছর নিজের বাড়িতে লালন স্মরণোৎসব, সাধুসঙ্গ ও বাউল গানের আসর বসান। এবারের আসরটি সোমবার শুরু হয়ে মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। তবে রবিবার রাতে শ্যামকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন অনুষ্ঠানে বাধা দেন। সোমবার দুপুর দেড়টার দিকে ফারুকের অনুসারী শফি, রাজুসহ কয়েকজন অনুষ্ঠানস্থলে হামলা ও ভাঙচুর করেন। অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা ফারুক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওখানে গাঁজার আসর বসে। গান-বাজনা হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মণিরামপুর থানার পরিদর্শক পলাশ বিশ্বাস জানান, ঘটনা তেমন বড় কিছু নয়।</span></span></span></span></span></p>