‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে যা বললেন আজহারি-সারজিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে যা বললেন আজহারি-সারজিস
মিজানুর রহমান আজহারি ও সারজিস আলম। সংগৃহীত ছবি

সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হোক।

আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজ থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট।’

আরো পড়ুন
‘জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না’

‘জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না’

 

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ অভিযান শনিবার থেকে গাজীপুরসহ সারা দেশে পরিচালিত হবে।

‘অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আরো পড়ুন
গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

 
মন্তব্য

সম্পর্কিত খবর

সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান মির্জা ফখরুলের
ফাইল ছবি

রাজনৈতিক চ্যালেঞ্জ ও সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করে তিনি।

নির্বাচনকেন্দ্রিক সংস্কার আগে করে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

তিন বলেন, দেশ কঠিন সময় পার করছে, রাজনীতিবিদ ও সরকারে থাকা সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অলীক ধারণা বা আবেগ দিয়ে চিন্তা করলে সংস্কার করা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের দেওয়া সংস্কার প্রস্তাব পরীক্ষা করছে বিএনপি।

তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব।

মন্তব্য

এক-এগারোর কুশীলবরা ষড়যন্ত্র শুরু করেছে : দুলু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এক-এগারোর কুশীলবরা ষড়যন্ত্র শুরু করেছে : দুলু
সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দেশে আবারো এক-এগোরোর কুশীলবরা ষড়যন্ত্র শুরু করেছে। এই কুশীলবরা সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমা লেপন করেছিল।’

তিনি বলেন, ‘একজন রাজনীতিবিদের জীবনের যখন সফলতার সুবর্ণ সময় সেই সময় তারেক রহমানের ওপরে নানা মিথ্যা দোষারোপ করে এরাই কালিমা লেপন করেছিল। এই কুশীলবদের ষড়যন্ত্রে ব্যারিস্টার আমিনুল হকের মতো ত্যাগী ও গুণী বিএনপি নেতা তাদের কালিমা নিয়েই মৃত্যুবরণ করেছেন।

আজ শুক্রবার বিকেলে নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। এ দেশের মানুষ ছাত্র-জনতা যখন দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সরকারকে ক্ষমতাচ্যুত করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে তখন এক-এগোরোর কুশীলবরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। রাজনীতিবিদদের চরিত্রে আবারো কালিমা লেপন করে তারা বিনাভোটের সরকারকে ক্ষমতায় রেখে সুবিধা নিতে চায়।

নাটোর উপশহর মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে দুলু আরো বলেন, ‘এ দেশের ছাত্র-জনতা হাজারো প্রাণের বিনিময়ে দুর্নীতিবাজ, ভোট চোর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। দেশের মানুষ নতুন করে দেশ গড়ার চেষ্টা শুরু করেছে, ভোট চোর মুক্ত পরিবেশে নিরপেক্ষ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তখনই আবার এক-এগারোর কুশীলবরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

দুলু বলেন, ‘তিনি নিজেও অল্প বয়সে এমপি এবং মন্ত্রী হয়েছিলেন। একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের যে সোনালী সময়ে এ দেশের হাল ধরার করার কথা ছিল সেই সময় একে-এগারোর কুশীলবরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এক-এগারোর কুশীলবরা তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিল। দেশে নতুন করে আবারো সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষকে এসব কুশীলবদের কর্মকাণ্ড সর্ম্পকে সজাগ থাকতে হবে।

তাদের গতিবিধি লক্ষ রাখতে হবে। তাদের ষড়যন্ত্র আর সফল হতে দেওয়া হবে না। এক-এগারোর কুশীলবদের ষড়যন্ত্র এবার দেশের মানুষ রুখে দেবে।’

মন্তব্য

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
সংগৃহীত ছবি

দেশের চলমান রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে নাগরিক কমিটির কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
 

মন্তব্য

‘আ. লীগ নিষিদ্ধের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘আ. লীগ নিষিদ্ধের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই’
আলী আহসান জুনায়েদ।

আওয়ামী লীগ নিষিদ্ধে করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তবে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো বাধা থাকবে না।’

আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান জুনায়েদ। 

তিনি ওই পোস্টে বলেন, ‘আমি বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

ছাত্র-জনতা আবারও প্রস্তুত আওয়ামী লীগের পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে।’

আরো পড়ুন
দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত : সারজিস

দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত : সারজিস

 

তিনি আরো বলেন, ‘একটি বিষয় স্পষ্ট—জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তবে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো বাধা থাকবে না। কিন্তু কেউ যদি শুরুতেই বিভক্তি সৃষ্টি করে, তবে তাদের বিষয়ে সতর্ক থাকা জরুরি।’

সবাইকে ঐক্যবদ্ধ হতে পুনরায় আহ্বান জানিয়ে জুনায়েদ বলেন, ‘আমি আবারও জোর দিয়ে বলছি—আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি। এই রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে কোনো প্রচেষ্টা আমরা ব্যর্থ করে দেব। আসুন, আবারও ঐক্যবদ্ধ হই—যেমন আমরা জুলাইয়ে হয়েছিলাম।’

আরো পড়ুন
যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

 

গত রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

এর পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এনিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা। আজ জুমার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। একই দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ