সংস্কার ঐতিহাসিক প্রয়োজন : স্বপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সংস্কার ঐতিহাসিক প্রয়োজন : স্বপন
সংগৃহীত ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ‘রাষ্ট্রীয় রাজনীতির সংস্কারের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। এটা ইচ্ছা-অনিচ্ছা বা ছোট-বড় বিষয় নয়।’

তিনি বলেন, ‘ঐতিহাসিক প্রয়োজনেই সংস্কার সম্পন্ন করতে হবে। বিদ্যমান নৈরাজ্যকর রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক অবস্থাকে অতিক্রম করার লক্ষ্যেই প্রয়োজনীয় সংস্কারের সুসংবদ্ধ ও পরিণত পদক্ষেপ হবে ইতিহাসের ভবিষ্যৎ।

আজ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডি আয়োজিত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

স্বপন বলেন, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অন্যায়, অবিচার ও নিরাপত্তার নৈরাশ্যমূলক সমাজব্যবস্থার উত্তরণ ঘটাতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা মনুষ্যত্বের মহিমাকে ভুলুণ্ঠিত করে। এই মনুষ্যত্ববিরোধী রাজনৈতিক ব্যবস্থাকে ছুঁড়ে ফেলতে হবে।

একটি মানবিক সমাজ এবং সুশাসন, প্রতিটি ব্যক্তিকে স্বমহিমায় ও পূর্ণ আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারে। এ ধরনের উপযোগী রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যেই জেএসডি অংশীদারত্বের গণতন্ত্রের রাজনৈতিক বন্দোবস্ত হাজির করেছে।’

জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, ‘জীবনবিমুখ বা জীবন থেকে বিচ্ছিন্ন কোনো মতাদর্শ কিংবা ভাবধারা আমাদের সমাজ গ্রহণ করবে না। সমাজ-বিচ্ছিন্ন হয়ে ইতিহাসের গতিপথের পরিবর্তন করা যায় না।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে নারীকে ঘরে আবদ্ধ রাখার মতে কোনো প্রতিক্রিয়াশীল রাজনৈতিক মতবাদকে চাপিয়ে দেওয়া সম্ভব হবে না।’

দলের ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে. এম. জাবির, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারেফ হোসেন, মো. মোস্তফা কামাল, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, এম এ আউয়াল, কামরুল আহসান অপু, এস. এম. মনিরুজ্জামান মনির প্রমুখ। 

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর প্রেস ক্লাব, পল্টন, বিজয়নগর প্রদক্ষিণ করে।

মন্তব্য

সম্পর্কিত খবর

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
সংগৃহীত ছবি

দেশের চলমান রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে নাগরিক কমিটির কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
 

মন্তব্য

‘আ. লীগ নিষিদ্ধের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘আ. লীগ নিষিদ্ধের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই’
আলী আহসান জুনায়েদ।

আওয়ামী লীগ নিষিদ্ধে করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তবে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো বাধা থাকবে না।’

আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান জুনায়েদ। 

তিনি ওই পোস্টে বলেন, ‘আমি বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

ছাত্র-জনতা আবারও প্রস্তুত আওয়ামী লীগের পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে।’

আরো পড়ুন
দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত : সারজিস

দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত : সারজিস

 

তিনি আরো বলেন, ‘একটি বিষয় স্পষ্ট—জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তবে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো বাধা থাকবে না। কিন্তু কেউ যদি শুরুতেই বিভক্তি সৃষ্টি করে, তবে তাদের বিষয়ে সতর্ক থাকা জরুরি।’

সবাইকে ঐক্যবদ্ধ হতে পুনরায় আহ্বান জানিয়ে জুনায়েদ বলেন, ‘আমি আবারও জোর দিয়ে বলছি—আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি। এই রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে কোনো প্রচেষ্টা আমরা ব্যর্থ করে দেব। আসুন, আবারও ঐক্যবদ্ধ হই—যেমন আমরা জুলাইয়ে হয়েছিলাম।’

আরো পড়ুন
যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

 

গত রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

এর পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এনিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা। আজ জুমার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। একই দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য

আ.লীগকে আমাদের লাশের ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে: মামুনুল হক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আ.লীগকে আমাদের লাশের ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে: মামুনুল হক
সংগৃহীত ছবি

শাপলা চত্বর ও ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘এ ধরনের অপচেষ্টা করলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।’

গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর হেফাজতের বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার পিলখানা গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন, জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, সেসবের বিচার ব্যতিরেকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম-নিশানা দেশের মানুষ বরদাশত করবে না। আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে, আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে।

আমরা আর কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না। এজন্য সকল রাজনৈতিক দলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আমরা জাতিসংঘের কাছ থেকে নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছি। মুসলিম রাষ্ট্রভিত্তিক সংগঠনগুলোকে বলতে চাই-ফিলিস্তিন রক্ষায় আপনারা উদাত্তভাবে এগিয়ে আসুন।

তাদের সাহায্য করতে আমাদের দেশ থেকে মুজাহিদের দল গঠন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মামুনুল হক বলেন, বিগত ভারতীয় দালাল হাসিনা সরকার আমাদের পাসপোর্টে উইদাউট ইসরায়েল লেখা বাতিল করেছে। তিনি বর্তমান সরকারের কাছে তা পুনর্বিবেচনার দাবি জানান।

মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নিরীহ ফিলিস্তিনিদের হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে শাহাদাতের তামান্নায় প্রতিশোধ নেওয়া হবে।

ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন– হেফাজতের নায়েব আমির আহমেদ আলী কাসেমী, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আব্দুর রকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মন্তব্য

আ. লীগকে নিষিদ্ধ না করলে রাজপথ ছাড়ব না : হাদি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আ. লীগকে নিষিদ্ধ না করলে রাজপথ ছাড়ব না : হাদি
ছবি ভিডিও থেকে নেওয়া।

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে বাদ জুমা বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে।

আরো পড়ুন
প্রেমের দায়ে কারাগারে ইয়াশ, পাগলা গারদে নিহা!

প্রেমের দায়ে কারাগারে ইয়াশ, পাগলা গারদে নিহা!

 

হাদি বলেন,  ‘আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে।

আমাদের গায়ে এক ফোটা রক্ত থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না।’

ভারতকে এশিয়ান ইসরাইল আখ্যা দিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, কেন আওয়ামী নিষিদ্ধের প্রশ্নের উত্তর দেননি? আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আমরা রাজপথ ছাড়ব না।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ