<p style="text-align:justify">ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ‘ওয়াকফ বিল ২০২৫’ বাতিল ও ভারতজুড়ে অব্যাহত মুসলিম নিধনের প্রতিবাদে গণমিছিলের আয়োজন করা হয়েছে।</p> <p style="text-align:justify">আগামী ২৩ এপ্রিল (বুধবার) বাদ জোহর ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু করে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে যাবে গণমিছিলটি। পরে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হবে।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানান গণমিছিল ও স্মারকলিপি প্রদান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্রলীগ নেতাদের নিয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/04/14/1744634871-12fac485c064634cf31e7060835e5ede.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্রলীগ নেতাদের নিয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/04/14/1504303" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি ভারতীয় দূতাবাস অভিমুখে ২৩ এপ্রিলের গণমিছিল ও স্মারকলিপি প্রদান সফল করার জন্য ঈমানদার তৌহিদি জনতা ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। </p> <p style="text-align:justify">সোমবার এ নিয়ে একটি বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত মসলিস। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বৈঠকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।</p> <p style="text-align:justify">এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুহাম্মাদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ মাহদী হাসান, যুব মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান প্রমুখ।</p>