মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সংগৃহীত ছবি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার বিকেল ৪টার দিকে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।

সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তিতে গত শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনেও এসএমএস বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাঠানো হবে।

ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিল ৪০।

অংশগ্রহণকারী ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। সে হিসেবে পাশের হার ৪৫.৬২ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ১৫৯ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬.৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩.১৩ শতাংশ।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫।

এবার আবেদন জমা পড়েছিল ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিক্যালে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এই বছর ১টি আসনের জন্য ২৫ জন (২৫.১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

এ বছর ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৩৭২ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

পার্বত্য অঞ্চল ব্যতিত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নং ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমাণকসমূহ স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ান্তে পরবর্তীতে প্রকাশ করা হবে।

সরকারি মেডিক্যাল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ইফতারির সঙ্গে ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইফতারির সঙ্গে ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রশিবিরের আয়োজনে প্রতিদিনই ইফতার বিতরণ করা হয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। তবে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার বিতরণের সময় ইফতারের পাশাপাশি শিক্ষার্থীদের দেওয়া হয় একটি করে ৫০০ টাকার নোট।

এক তুর্কী নাগরিক শিক্ষার্থীদের এই টাকা দিয়েছেন বলে জানা গেছে। বিকেলে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল সংলগ্ন এলাকায় এই দৃশ্য দেখা যায়।

 

আরো পড়ুন
নারী-শিশু নির্যাতনে বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করুন : খেলাফত মজলিস

নারী-শিশু নির্যাতনে বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করুন : খেলাফত মজলিস

 

জানা যায়, তুরস্কের সংস্থা ‘টিকা’র সহযোগিতায় এ আয়োজন করা হয়। অন্যান্য দিনের চেয়ে আজ ইফতারের আয়োজনেও ভিন্নতা লক্ষ্য করা যায়। প্রায় ১৫০০ শিক্ষার্থীর জন্য এই আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং ইফতার ও টাকা সংগ্রহ করছেন।

 

এ সময় একজন মন্তব্য করেন, ‘শিবিরের ইফতার প্রোগ্রামে আজ ইফতারির পাশাপাশি তুর্কি মেহমান লাইনে দাঁড়ানো সবাইকে ৫০০ টাকা করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে এবার সেরা রমজান অতিবাহিত হচ্ছে।’

সুলতান আরেফিন নামে একজন লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের আজকের ইফতারে তুরস্কের সংস্থা টিকার সহযোগিতা ছিলো। আজকের ইফতারের আইটেমও স্পেশাল।

সাথে ছবির এই তুর্কি ভদ্রলোকটি ঈদের শুভেচ্ছা হিসেবে ৫০০ টাকা দিয়েছেন শিক্ষার্থীদের।

প্রাসঙ্গিক
মন্তব্য

নতুন রাজনৈতিক দলে নিয়ে যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

চবি প্রতিনিধি
চবি প্রতিনিধি
শেয়ার
নতুন রাজনৈতিক দলে নিয়ে যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
সংগৃহীত ছবি

ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। কিন্তু এই দলে আমরা নতুনত্ব কিছুই দেখছি না। এই দল যে সাংগঠনিক কাঠামো গ্রহণ করেছে, তাতে নতুন কিছুই দেখছি না। তাদের নেতৃত্ব নির্বাচন খুবই গতানুগতিক এবং সিলেক্টিভ ওয়েতে হয়েছে।

ফরেন পলিসির ব্যাপারেও আমরা নতুন কিছু দেখছি না। 

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। চবি ছাত্রদল এই স্মরণসভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, তারা নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না।

আপনি যদি তাদের সামান্যতম সমালোচনা করেন, তাহলে দেখবেন তারা পুরনো রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে নিজেদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে।

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদি আমিন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তুর্য এবং চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

বেরোবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি
বেরোবি প্রতিনিধি
শেয়ার
বেরোবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ছবি : কালের কণ্ঠ

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার গায়েবানা জানাজা আদায় করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী জানাজায় অংশ নেন। জানাজা শেষে শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায়  বৃহস্পতিবার (১৩ মার্চ) আট বছরের শিশু মৃত্যু মৃত্যুবরণ করে।  

জানাজায় অংশ নেওয়া বিক্ষোভ সমাবেশে বেরোবি শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, যাতে কেউ আর এ ধরনের অপকর্ম করার সাহস না পায়।’  

ইংরেজি বিভাগের শিক্ষার্থী  সুমন সরকার বলেন, ‘আছিয়ার ঘটনা সমাজের নৈতিকতার চূড়ান্ত অবক্ষয়কে তুলে ধরে।

এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে।’  

উল্লেখ্য, গত ৫ মার্চ রাতে মাগুরায় বোনের বাড়িতে আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও নিপীড়নের শিকার হয়। আছিয়া জানায়, তার বোনের শ্বশুর তাকে ধর্ষণ করেছে।

ধর্ষণের পর শিশুটি গুরুতর আহত হলে তাকে চিকিৎসার পরিবর্তে ঘরের ভেতরে আটকে রেখে নির্যাতন করা হয়।  

৬ মার্চ সকালে প্রতিবেশী এক নারীর মাধ্যমে ঘটনাটি প্রকাশ পায়। এরপর আছিয়াকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

৮ মার্চ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ দুপুরে তার মৃত্যু হয়।  

ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন আছিয়ার মা। এ মামলায় বোনের শ্বশুর, শাশুড়ি, ভাশুর ও ভগ্নিপতিকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে। শিশুটির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানা গেছে।  

শিক্ষার্থীদের এই আয়োজন শুধু আছিয়ার প্রতি সমবেদনা জানানোই নয়, বরং ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি ও ন্যায়বিচারের দাবিকে জোরালো করার একটি উদ্যোগ। শিক্ষার্থীরা ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তি ও সমাজের নৈতিক মূল্যবোধ পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

বেরোবিতে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে জায়ীদ-রিফাত

বেরোবি প্রতিনিধি
বেরোবি প্রতিনিধি
শেয়ার
বেরোবিতে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে জায়ীদ-রিফাত
সংগৃহীত ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৭০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আবুল খায়ের জায়ীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সাফওয়ান মাহির রিফাত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৫টায় ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন জেলা সমিতির উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক। 

কমিটিতে সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তমাল চন্দ্র বিশ্বাস, মো. সাব্বির হোসেন, মো. সাইদ হাসান নাফি, কাউছার আহমেদ, ইসরাত জাহান তন্নী, জয় খান, আবু নাইম, নুপুর আক্তার, মো. হাসিবুল হাসান প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি মো. আবুল খায়ের জায়ীদ বলেছেন, আমি আনন্দিত যে, আপনাদের ভালোবাসায় ময়মনসিংহ জেলা সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করতে পেরেছি। ‘চলো মাটির টানে, ভ্রাতৃত্বের বন্ধনে’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে চাই। একসঙ্গে কাজ করে ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা রাখতে সবার সহযোগিতা কামনা করছি। জয় হোক ঐক্যের।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাফওয়ান মাহির রিফাত বলেন, ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, বরং এটি একটি বড় দায়িত্ব। আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে আমাদের সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে পারবো। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ