ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

র‍্যাগিং-বুলিং প্রতিরোধে গবেষণা প্রকল্প অনুমোদন দেবে জবি

শেয়ার
র‍্যাগিং-বুলিং প্রতিরোধে গবেষণা প্রকল্প অনুমোদন দেবে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, র‍্যাগিং ও বুলিংয়ের বিষয়ে প্রতিকারের চেয়ে প্রতিরোধে বেশি মনোযোগ দিতে হবে। র‍্যাগিং-বুলিং প্রতিরোধে বিশেষ গবেষণা প্রকল্প হলে অনুমোদন দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘রেইজিং অ্যাওয়ারনেস: কমব্যাটিং বুলিং অ্যান্ড র‍্যাগিং ইন ইউনিভার্সিটি ক্যাম্পাস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুলিং ও র‍্যাগিং যেন কোনোভাবেই স্থান না পায়।

এজন্য সব শিক্ষার্থীকে সচেতন হতে হবে। ইতিমধ্যে র‍্যাগিং ও বুলিংয়ের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। ২০তম ব্যাচ আসার আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও বুলিং-এ ‘জিরো টলারেন্স’ চাই। আমাদের লক্ষ্য, একটি সহনশীল, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যেতে পারে।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বুলিং এন্ড র‍্যাগিং প্রিভেনশন কমিটির আহ্বায়ক এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান। তিনি বলেন, বুলিং ও র‍্যাগিংয়ের প্রভাবে সমাজে ব্যক্তিকেন্দ্রিক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এসব বিষয় থেকে উত্তরণের উপায় বের করতে হবে। বুলিং ও র‍্যাগিং শুধু শারীরিক ও মানসিক নির্যাতন নয়, এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকেও প্রভাবিত করে।

আমাদের সবাইকে সচেতন হতে হবে, যাতে ক্যাম্পাসে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা.) অধ্যাপক ড. মোস্তফা হাসান, সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সাদী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ড. কেএএম রিফাত হোসেনের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ১৮তম ও ১৯তম ব্যাচের শ্রেণি প্রতিনিধিসহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন।


 

মন্তব্য

সম্পর্কিত খবর

বেরোবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিংয়ের অভিযোগ

বেরোবি প্রতিনিধি
বেরোবি প্রতিনিধি
শেয়ার
বেরোবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিংয়ের অভিযোগ
সংগৃহীত ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ই-মেইলের মাধ্যমে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক একজন শিক্ষার্থী, যিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

ই-মেইলের মাধ্যমে পাঠানো অভিযোগপত্রে তিনি মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, যৌন হয়রানি ও ইচ্ছাকৃতভাবে নম্বর কমিয়ে ফলাফল খারাপ করার অভিযোগ এনেছেন।

আরো পড়ুন
বিসিএসের সিলেবাসে আসছে পরিবর্তন, জানাল পিএসসি

বিসিএসের সিলেবাসে আসছে পরিবর্তন, জানাল পিএসসি

 

অভিযোগকারী তার পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। ই-মেইলের পাশাপাশি অভিযোগপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠানো হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিকভাবে প্রিন্ট করে সংশ্লিষ্ট তদন্ত কমিটির কাছে হস্তান্তর করেছি।

তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়ায় ড. তানজিউল ইসলাম জীবন বলেন, ‘আমি অভিযোগটি দেখেছি। প্রশাসন এখন বিষয়টি দেখছে। তদন্তে যদি আমার বিরুদ্ধে প্রমাণ মেলে, তাহলে শাস্তি পাব; আর যদি প্রমাণ না মেলে, তাহলে অভিযোগকারীকে শাস্তি পেতে হবে।

আরো পড়ুন
জন্ম নিবন্ধন করতে বেরিয়ে নিখোঁজ তরুণী, ৫ দিনেও মেলেনি সন্ধান

জন্ম নিবন্ধন করতে বেরিয়ে নিখোঁজ তরুণী, ৫ দিনেও মেলেনি সন্ধান

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিষয়টি তদন্তের জন্য ‘নাম্বার টেম্পারিং ও যৌন হয়রানির অভিযোগ বিষয়ক বিশেষ সেল’ গঠন করেছে। সেলের সদস্যসচিব ড. মো. ইলিয়াস প্রামাণিক জানান, অভিযোগকারীর পরিচয় নিশ্চিত হওয়া এবং অডিও রেকর্ডের সত্যতা যাচাই করাই এখন আমাদের মূল কাজ। আমরা নিরপেক্ষভাবে তদন্ত করব।

উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ পেয়েছে এবং তদন্তে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে একই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছিল। ১৪ এপ্রিল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া তিনটি অডিও ক্লিপের সূত্র ধরে বিষয়টি আলোচনায় আসে।

মন্তব্য

বিসিএসের সিলেবাসে আসছে পরিবর্তন, জানাল পিএসসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিসিএসের সিলেবাসে আসছে পরিবর্তন, জানাল পিএসসি

বিসিএসের সিলেবাস পরিবর্তন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৪৯তম থেকে এই পরিবর্তন হতে পারে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সার্ভিসের সিলেবাস সংগ্রহ করে গবেষণা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় কমিশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. মো. নাজমুল আমীন মুজমদার সাংবাদিকদের এ কথা বলেন।

পরে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম জানান, বর্তমান কমিশন গঠনের পর থেকে আজ পর্যন্ত ৪৪তম বিসিএসের সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ৫ হাজার ৩৪৪ জন ও কারিগরি ক্যাডারে ৫৪৪ জনসহ মোট ৫ হাজার ৮৮৮জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। 

পিএসসির চেয়ারম্যান আরো জানান, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যক বিষয়গুলো আগামী ৮ মে থেকে ১৯ মে তারিখে এবং পদসংশ্লিষ্ট বিষয়গুলো সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। 

তিনি বলেন, কমিশনকে পরীক্ষার্থীবান্ধব করতে কর্ম কমিশনের সঙ্গে বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে অংশীজনের ভাবনা শীর্ষক কর্মশালা আয়োজনের মাধ্যমে বিসিএসের পরীক্ষা সংস্কারের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। 

কমিশনের চেয়ারম্যান বলেন, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণের ক্ষেত্রে নিরাপত্তামূলক ববস্থা গ্রহণ করা হয়েছে। আগে প্রশ্নকারক প্রশ্ন প্রস্তুত করে এনে জমা দিতেন।

বর্তমানে পিএসসিতে এসে প্রশ্ন প্রণয়ন সম্পন্ন করেন। 

বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর গত ২৬ নভেম্বর থেকে ২২ এপ্রিল পর্যন্ত ৩৬টি মন্ত্রণালয়/বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টরসহ ১২২ ক্যাটাগরির পদে ৩ হাজার ৭১২ প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন প্রেরণ করেছে। ফলাফল প্রক্রিয়ায়ণ প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত করতে মৌখিক পরীক্ষার বোর্ডে ব্যবহৃত লিথোকোড ফর্মের ডিজাইন ও মূল্যায়ন পদ্ধতিতে সংস্কার করা হয়েছে। 

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে কমিশনের চেয়ারম্যান বলেন, উত্তরপত্র পরীক্ষণের স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে সার্কুলার সিস্টেম চালু করা হবে। পরীক্ষাকেন্দ্রে কমিউনিটি বেজড ইনভিজিলেটর সিস্টেম চালু করা হবে।

নেক্সট জেনারেশন আনসার স্ক্রিপ্ট ডিজাইন করা হবে। প্রক্সি পরীক্ষার্থীদের প্রতিরোধে প্রার্থীদের থাম্ব প্রিন্ট সংগ্রহ করে ভেরিফিকেশন পদ্ধতি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। 

বিসিএসের জট নিরসন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে চলমান ৪টি বিসিএসের জট নিরসন করার পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে জট নিরসনের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। এ লক্ষ্যে কমিশন কোনো পরীক্ষা পেছানোর চিন্তা করছে না।

এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করা সম্ভব কিনা সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৪৭তম বিসিএস এক বছর বা তার চেয়ে কিছু বেশি সময়ের মধ্যে সম্পন্ন করার রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। 

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল না করে আরো ১০ হাজার পরীক্ষার্থীকে কেন উত্তীর্ণ ঘোষণা করা হলো সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পিএসসির সদস্য মো. সুজায়েত উল্যা বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত অভিযোগ সিআইডি তদন্ত করছে এবং তদন্ত শেষে প্রশ্ন ফাঁসের অবৈধ সুবিধাভোগী প্রার্থীরা অবশ্যই শনাক্ত হবে। এমন শনাক্তের পর ওইসব প্রার্থীরা বিসিএস পরীক্ষার নির্বাচন প্রক্রিয়ার যে পর্যায়েই থাকুক না কেন তাদের পরীক্ষার ফলাফল বাতিলসহ সব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ সবার পরীক্ষা বাতিল করা হলে বহু নির্দোষ পরীক্ষার্থীর মূল্যবান সাফল্য হাতছাড়া হয়ে যাবে ও অধিকার ক্ষুন্ন হবে এবং এর ফলে তাদের যে ক্ষতি হবে তা পূরণ করা সম্ভব নাও হতে পারে।

বিকল্প হিসাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, জালিয়াতির আশ্রয় নিয়ে পরীক্ষায় অংশ নিয়ে কেউ যদি প্রথম নির্বাচিত ১০ হাজার ৬৩৮জনের মধ্যে ঢুকে গিয়ে অন্যদেরকে বঞ্চিত করে থাকে, সেক্ষেত্রে আরো কিছু সংখ্যক প্রার্থীকে প্রিলিমিনারিতে নির্বাচিত করে অর্থাৎ cut off কিছুটা নিচে নামিয়ে এরূপ বঞ্চনার অবসান ঘটানো যেতে পারে। আরো সম সংখ্যক অর্থাৎ আরো ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে উত্তীর্ণদের মধ্যে অন্তর্ভুক্ত করে এ বিষয়টির সমাধানের পক্ষে কমিশন মত দেয়।

মন্তব্য

ঢাবিতে ‘জুলাই গ্রাফিতি’ মুছে ফেলল ছাত্র ইউনিয়ন (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাবিতে ‘জুলাই গ্রাফিতি’ মুছে ফেলল ছাত্র ইউনিয়ন (ভিডিওসহ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল থেকে জুলাই গ্রাফিতি মুছে ফেলছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নের দাবি, এই গ্রাফিতির সঙ্গে জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজটি করা হচ্ছে।

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

আমি শিক্ষা উপদেষ্টা হয়েও এনসিটিবির কাছে বই চেয়ে পাই না : শিক্ষা উপদেষ্টা (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আমি শিক্ষা উপদেষ্টা হয়েও এনসিটিবির কাছে বই চেয়ে পাই না : শিক্ষা উপদেষ্টা (ভিডিওসহ)
ছবি : কালের কণ্ঠ

পাঠ্য বই ছাপানো বিলম্ব হওয়া নিয়ে সমালোচনা করে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, ‌‌‘আমি শিক্ষা উপদেষ্টা হয়েও বই চেয়ে পাইনি। পাঠক্রম রচনা করা যাদের মূল কাজ, তার সঙ্গে যোগ হয়েছে বই ছাপানো। তারা পাঠ্যক্রমে ২০ শতাংশ সময় ব্যয় করেন কি না আমার সন্দেহ। ৮০ শতাংশ শ্রম দেন বই ছাপানোর কাজে।

এই হচ্ছে একটা অবস্থা এবং তাদের জবাবদিহিতে আনা দরকার।’

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনাসভা অনুষ্ঠানে এসে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। 

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ