ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

মাতৃভাষা দিবসে জবি ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
মাতৃভাষা দিবসে জবি ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
সংগৃহীত ছবি

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও অমর একুশে কুইজ প্রতিযোগিতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন
নিজের সংগঠনের বিরুদ্ধেও কথা বলব : ঢাবি শিবির সেক্রেটারি

নিজের সংগঠনের বিরুদ্ধেও কথা বলব : ঢাবি শিবির সেক্রেটারি

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অহংকার ভাষা শহীদ রফিকসহ ভাষা সৈনিকদের স্মরণে ও ইতিহাস চর্চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এগিয়ে দুপাশে আলোকচিত্র প্রদর্শনী এবং মাতৃভাষা চর্চায় সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অমর একুশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আহ্বায়ক ও সদস্যসচিব সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে অমর একুশে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সরিয়ে দেওয়া হচ্ছে কুয়েট ভিসিকে?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সরিয়ে দেওয়া হচ্ছে কুয়েট ভিসিকে?
সংগৃহীত ছবি

ভিসির পদত্যাগের এক দাবিতে কুয়েটে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে অনশন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তবে, শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে।

এমতাবস্থায় আজ বুধবার জরুরি সিন্ডিকেট সভা করেছে কুয়েট প্রশাসন।

সভায় কুয়েটে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আজ বিকেল থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার দুই সিদ্ধান্তের পরও ভিসির পদত্যাগের দাবি থেকে সরে আসেনি শিক্ষার্থীরা। তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ঢাবি, জাবি, রবি, রাবি, খুবিসহ দেশের অধিকাংশ ক্যাম্পাসে বিক্ষোভ, ব্লকেড ও অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এদিকে, কুয়েট শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করা সরকারের হঠকারী সিদ্ধান্ত বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বুধবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘সরকার বরাবরই কুয়েট শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে উপেক্ষা করেছে, যা শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের হঠকারী সিদ্ধান্ত বলেই প্রতীয়মান হয়।’ 

এমন প্রেক্ষাপটে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মাদ মাছুদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে সরকার? বুধবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র সাংবাদিকদের জানায়, শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়ে শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন। তার আশ্বাসেও তারা আন্দোলন প্রত্যাহার করছেন না।

এ অবস্থায় উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ছাড়া বিকল্প কিছু দেখা যাচ্ছে না।’

কবে নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে- এমন প্রশ্নে ওই সূত্র জানায়, মন্ত্রণালয় এবং ইউজিসির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি খুব অল্প সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কুয়েটের বিষয়টি অনেক জটিল আকার ধারণ করেছে।

আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি। উপদেষ্টা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। শিক্ষার্থীরা যদি চান তাহলে কুয়েট ভিসি স্বপদে বহাল থাকতে পারেন।

প্রাসঙ্গিক
মন্তব্য
বই দিবস

পাবিপ্রবি শিক্ষার্থীদের বসুন্ধরা শুভসংঘের বই উপহার

পাবিপ্রবি প্রতিনিধি
পাবিপ্রবি প্রতিনিধি
শেয়ার
পাবিপ্রবি শিক্ষার্থীদের বসুন্ধরা শুভসংঘের বই উপহার
ছবি: কালের কণ্ঠ

‘বিশ্ব বই দিবসে আলো ছড়াই বই দিয়ে’ স্লোগানকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বই উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ পাবিপ্রবি শাখা। 

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্ব বই দিবস উপলক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘বই উপহার উৎসব-২০২৫’ এর মাধ্যমে শিক্ষার্থীদের হাতে শুভসংঘের উপহারের বই তুলে দেন অতিথিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত সপ্তাহে বিশ্ব বই দিবস উপলক্ষ্যে পাবিপ্রবি শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে শর্ত দেওয়া হয়, প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বই পড়ে তার রিভিউ লিখে পাঠাতে হবে।

শিক্ষার্থীদের পাঠানো বই রিভিউ থেকে উপহারের জন্য ২৫টি রিভিউ নির্বাচিত হয়। অনুষ্ঠানে সেই ২৫ জন রিভিউ দাতাকে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস ‘চর কাজলির মানুষ’ এবং ‘বুলু ও অচিন দ্বীপ’ বই দুটি উপহার দেওয়া হয়।   

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আলী আকবর রাজু, কালের কণ্ঠের পাবনা প্রতিনিধি প্রবীর সাহা।

বসুন্ধরা শুভসংঘের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শ্রী তন্ময় কুমার সঞ্চালনা করেন।

বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের বাংলাদেশের স্কুল পর্যায়ে উৎসব আছে। সেটি বিশ্ববিদ্যালয়েও বসুন্ধরা শুভসংঘ পাঠ্য বইয়ের বাইরে বই উপহার উৎসব করেছেন সেটি নিঃসন্দেহে আনন্দের। এই উৎসবের সঙ্গে যারা জড়িত সকলকে ধন্যবাদ জানাই। 

তিনি বলেন, বর্তমানে ইন্টারনেটের যুগে আমরা বইয়ের ই-কপি পড়তে অভ্যস্ত।

কিন্তু ছাপা বইয়ের গুরুত্ব আমাদের কাছে সব সময় গুরুত্বপূর্ণ। আমরা স্কুলে থাকতে নতুন বই পাওয়ার পর যে আনন্দে মেতে উঠতাম, আজকের দিনটি আমাদের স্কুলের সেই দিনে নিয়ে গেছে। আশা করি, বসুন্ধরা শুভসংঘের এরকম উদ্যোগ অব্যাহত থাকবে, তারা সবসময় ভালো কাজ করার চেষ্টা করে যাবে। এ সময় বক্তব্য রাখেন আলী আকবর রাজু ও  প্রবীর কুমার সাহা।

সভাপতির বক্তব্যে সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় ভালো কাজ করার চেষ্টা করে।

প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের ফলে বইয়ের পাঠক দিন দিন কমে যাচ্ছে। মানুষ এখন বই পড়ার চেয়ে ইন্টারনেটে স্ক্রলিং করতে বেশি পছন্দ করে। কিন্তু আমাদের কাছে বই সব সময়ই অতি মূল্যবান। আমরা চাই তরুণ প্রজন্ম বই পড়ুক, বই পড়ে পৃথিবীকে আলোকিত করুক। সেই চিন্তার জায়গা থেকেই বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বিশ্ব বই দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়ার ক্ষুদ্র এই চেষ্টা।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, বইয়ের প্রতি আগামী প্রজন্মকে আগ্রহী করে তুলতে সবাই সবার মত এগিয়ে আসবে। আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা আলোকিত জাতি তৈরি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।
 

মন্তব্য
ভিডিও

কুয়েট ভিসির অপসারণ দাবিতে ঢাকা কলেজে প্রতীকী অনশন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কুয়েট ভিসির অপসারণ দাবিতে ঢাকা কলেজে প্রতীকী অনশন

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ও উপাচার্যের অপসারণের দাবিতে ঢাকা কলেজে প্রতীকী অনশন করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মার্চ টু কুয়েট কর্মসূচির আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মার্চ টু কুয়েট কর্মসূচির আলটিমেটাম
সংগৃহীত ছবি

কুয়েট উপাচার্য ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। দাবি আদায় না হলে ‘মার্চ টু কুয়েট’ কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে উপাচার্য চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘কুয়েট ভিসির গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘দফা এক, দাবি এক—কুয়েট ভিসির পদত্যাগ’সহ নানা স্লোগানে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ মুখর করে তোলে।

আরো পড়ুন
খাল-বিল দখলকারীদের ঘুমানোর সময় শেষ: ডিএনসিসি প্রশাসক

খাল-বিল দখলকারীদের ঘুমানোর সময় শেষ: ডিএনসিসি প্রশাসক

 

এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলি ইবনে মোহাম্মদ বলেন, একটি সই দিয়েই শিক্ষা উপদেষ্টা এই দালাল ভিসিকে অপসারণ করতে পারতেন। কিন্তু তা না করে আমাদের ভাইদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আমরা আর কোনো শিক্ষার্থীর অসুস্থতা দেখতে চাই না।

এখনই পদত্যাগ করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, কুয়েটের অনশনে সংহতি জানিয়ে প্রতীকী অনশনেও অংশ নিচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবু ভিসির টনক নড়ছে না। তাই আমরা ঘোষণা দিচ্ছি, পদত্যাগ না করলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে ‘মার্চ টু কুয়েট’ কর্মসূচি শুরু করব।

আরো পড়ুন
উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন জয় মেহেদীর

উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন জয় মেহেদীর

 

কুয়েটের সাবেক শিক্ষার্থী জিহাদুল হক তালুকদার বলেন, আজ প্রতিটি বিশ্ববিদ্যালয় কুয়েটে পরিণত হয়েছে। আমাদের একটাই দাবি—ড. মাছুদকে অপসারণ করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এসময় শিক্ষার্থীরা ঘোষণা দেন রাত সাড়ে নয়টায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করবেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ