<p>‘স্বল্প খরচে মানসম্মত উচ্চ শিক্ষা’ প্রতিপাদ্যে মাসব্যাপী আয়োজনে দেশের খ্যাতনামা বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়েছে।</p> <p>শনিবার (৪ জানুয়ারি) সকালে আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন হয়।</p> <p>অনুষ্ঠানে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। পরে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।</p> <p>আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন, ‘উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। এশিয়ান ইউনিভার্সিটি দক্ষ, সৎ এবং যোগ্য জনশক্তি তৈরিতে কাজ করছে।’</p> <p>প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ‘১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এইউবি দক্ষ ও নৈতিক মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। গত ২৮ বছরে আমাদের পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানাই।’</p> <p>বিশ্বমানের কারিকুলামের ওপর জোর দিয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক বলেন, ‘আমরা ভবিষ্যতে বিশ্ব র‍্যাঙ্কিং-এ স্থান পেতে প্রস্তুতি নিচ্ছি।’</p> <p>এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন</p> <p>কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল ইসলাম শিক্ষার্থীদের জন্য ২৫% শিক্ষা ব্যয় ছাড় ও মেধাবীদের জন্য শতভাগ বৃত্তির সুবিধার কথা উল্লেখ করেন। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগও থাকছে বলে জানান তিনি।</p> <p>আলোচনা সভার পর কেক কেটে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।</p> <p>আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার এম এ মোতালিব চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তাশা দীনা চৌধুরী এবং মিজানুর রহমান ভূঁইয়া। পুরো কার্যক্রমের সমন্বয় করেন ছাত্রকল্যাণ উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল।</p> <p>এইউবির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রয়েছে রোবটিক্স কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, ক্রিকেট টুর্নামেন্ট, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, ক্রীড়া প্রতিযোগিতা ও ফ্যামেলি ডে।</p>