১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে ২০২৫ এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্তর ৭১তম জন্মদিন। এ উপলক্ষে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লি. তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।
অনুষ্ঠানের অংশ হিসেবে উত্তরাস্থ শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ভবনে অবস্থিত ক্রিয়েটিভ দ্যা আর্ট গ্যালারিতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ওপর ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নিজ হাতে গড়া স্বপ্নের প্রতিষ্ঠান শান্ত নিবাসে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বৃদ্ধাবাসন প্রকল্পের উদ্বোধন করা হয়।
এরপর ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্তর বনানী কবরে ফুলেল শ্রদ্ধা ও দোয়ার আয়োজন করে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লি.-সহ অন্যান্য প্রতিষ্ঠান।
ফাউন্ডেশন ডে উপলক্ষে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু শিক্ষার্থীরা। একই দিন সকালে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এরপর বিকেল সাড়ে ৩টায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ফাউন্ডেশন ডে এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্তর ৭১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা, দোয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকসহ বোর্ড অব ট্রাস্টিজ এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরসের সম্মানিত সদস্যবৃন্দ।
আলোচনায় অংশগ্রহণ করেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শাহ-ই-আলম, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লি.-এর ভাইস চেয়ারম্যান এবং কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট হাফিজুর রহমান পুলক, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন, প্রখ্যাত সাহিত্যিক প্রফেসর সৈয়দ আজিজুল হক, ইবরাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্স সেন্টারের অধ্যাপক ড. এম এ রশিদ এবং সবার শেষে উপস্থিত সব সম্মানিত অতিথিদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লি.-এর চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির।
বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম এবং শান্ত-মারিয়াম একাডেমির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।