শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে উদযাপন

১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে ২০২৫ এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্তর ৭১তম জন্মদিন। এ উপলক্ষে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লি. তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।

অনুষ্ঠানের অংশ হিসেবে উত্তরাস্থ শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ভবনে অবস্থিত ক্রিয়েটিভ দ্যা আর্ট গ্যালারিতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ওপর ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নিজ হাতে গড়া স্বপ্নের প্রতিষ্ঠান শান্ত নিবাসে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বৃদ্ধাবাসন প্রকল্পের উদ্বোধন করা হয়।

এরপর ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্তর বনানী কবরে ফুলেল শ্রদ্ধা ও দোয়ার আয়োজন করে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লি.-সহ অন্যান্য প্রতিষ্ঠান।

ফাউন্ডেশন ডে উপলক্ষে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু শিক্ষার্থীরা। একই দিন সকালে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

এরপর বিকেল সাড়ে ৩টায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ফাউন্ডেশন ডে এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্তর ৭১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা, দোয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকসহ বোর্ড অব ট্রাস্টিজ এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরসের সম্মানিত সদস্যবৃন্দ।

আলোচনায় অংশগ্রহণ করেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শাহ-ই-আলম, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লি.-এর ভাইস চেয়ারম্যান এবং কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট হাফিজুর রহমান পুলক, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন, প্রখ্যাত সাহিত্যিক প্রফেসর সৈয়দ আজিজুল হক, ইবরাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্স সেন্টারের অধ্যাপক ড. এম এ রশিদ এবং সবার শেষে উপস্থিত সব সম্মানিত অতিথিদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লি.-এর চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির।

বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম এবং শান্ত-মারিয়াম একাডেমির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

কালীগঞ্জে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উৎসব

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
কালীগঞ্জে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উৎসব
সংগৃহীত ছবি

লালমনিরহাটের কালীগঞ্জের ঐতিহ্যবাহী তুষভান্ডার আর, এম, এম,পি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯৫ শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২ এপ্রিল) ‘কালীগঞ্জ ফ্রেন্ডস ৯৫’ যেখানে প্রাণের স্পন্দন সেখানে’ শ্লোগানে দিনব্যাপী শুরু হয় এই মিলনমেলা। সারা দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে মেতে ছিলেন ১৯৯৫ সালে অনুষ্ঠিত এসএসসি শিক্ষার্থীরা।

এদিন সকালে বিদ্যালয়ের মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে তুষভান্ডার বাজার এলাকা প্রদক্ষিণ করে।

পরে আলীবাবা থিম পার্ক, সুন্দরগঞ্জ, গাইবান্ধায় এসএসসি ১৯৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি পরিচিতি পর্ব, স্কুল জীবনের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে স্মৃতি রোমান্থনে আনন্দ-বেদনাকাতর হন সাবেক শিক্ষার্থীরা। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন এ,এস,এম রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক- আব্দুর রশীদ এবং অন্যতম সদস্য -পলাশ, আঙুর, রাসেল, হুমায়ুন কবির, সুজন, তপন, পঙ্কজ, কল্লোল, সাবুসহ এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ২৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের চেয়ারম্যান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগসমূহের উপ-মহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

মার্চ মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মার্চ মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের

সদ্যঃসমাপ্ত মার্চ মাসে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে। শেষ হওয়া এই মাসে প্রতিষ্ঠানটি ৩৪ হাজার কোটি টাকার বেশি লেনদেন করেছে। এই অসামান্য অর্জন উপলক্ষে কয়েক কোটি নিবন্ধিত গ্রাহকের বিশাল পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ।

যাত্রা শুরুর ছয় বছরের মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা হিসেবে বাজারে প্রতিষ্ঠা পেয়েছে নগদ।

এ সময়ে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ও লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ মাসে প্রতিষ্ঠানটি নিজেদের ইতিহাসের সর্বোচ্চ লেনদেনের অঙ্ক পার করল। এর আগে ২০২৪ সালের জুন মাসে প্রায় ৩২ হাজার কোটি টাকার লেনদেন করে প্রতিষ্ঠানটি।

রেকর্ড গড়া এই লেনদেনের অধিকাংশই ছিল ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট এবং মোবাইল রিচার্জ।

মার্চ মাসজুড়ে নগদ পেমেন্টে চলা ‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনে প্রতি ঘণ্টায় উপহার জেতার সুযোগ দিয়েছিল নগদ। এই ক্যাম্পেইনও বাজারে বেশ সাড়া ফেলে। আর এসব লেনদেনের সম্মিলিত প্রচেষ্টায় লেনদেনের নতুন রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই মাইলফলক অর্জন উপলক্ষে সব গ্রাহক, কর্মী, উদ্যোক্তাসহ সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

তিনি বলেন, ‘সাফল্য কখনোই ঘটনাচক্রে আসে না। এটা সবার যৌথ পরিশ্রম ও প্রচেষ্টার ফসল। তা ছাড়া সবাই যখন একই লক্ষ্য ও একই মূল্যবোধ ধারণ করে কাজ করে তখন শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করাটাও সহজ হয়।’

মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে নগদ আরো উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে। যার ফলে নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তারাও স্বাচ্ছন্দ্যে আগের চেয়ে বেশি লেনদেন করছেন।

সর্বোচ্চ লেনদেনের এই মাসে একদিনে সর্বোচ্চ লেনদেন হয় ২০ মার্চ। এদিন নগদের গ্রাহকেরা দেড় হাজার কোটি টাকার বেশি লেনদেন করেন। এর আগে চলতি বছরটিও চমক দিয়ে শুরু করেছিল নগদ। গত ৯ জানুয়ারি একদিনে সর্বোচ্চ দুই হাজার কোটি টাকা লেনদেনের ল্যান্ডমার্ক অতিক্রম করে প্রতিষ্ঠানটি। ওইদিন নগদে লেনদেন হয়েছিল প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা। বাংলাদেশের সামগ্রিক ডিজিটাল লেনদেন নতুন উচ্চতায় উঠে যাওয়ায় অনন্য ভূমিকা রাখছে নগদ।

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল সেবা হিসেবে যাত্রা শুরু করার পর থেকে একের পর এক উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার কারণে নগদের গ্রাহক সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়তে থাকে। এখনো নগদের অ্যাপের মাধ্যমে প্রতিদিন এই সেবাটিতে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক যুক্ত হচ্ছেন।

মন্তব্য

ব্যাংকিং সেবার আধুনিকায়নে বাংলাদেশ ও দ. কোরিয়ান প্রতিষ্ঠানের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ব্যাংকিং সেবার আধুনিকায়নে বাংলাদেশ ও দ. কোরিয়ান প্রতিষ্ঠানের চুক্তি

দেশের জনগণের জন্য আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠান সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মধ্য দিয়ে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও বিশ্বমানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে। দেশের আইটি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এবং বৈশ্বিক ব্যাংকিং প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান হায়োসাং টিএনএসের মধ্যে এই এমওইউ স্বাক্ষরিত হয়েছে।

গতকাল সোমবার (৭ এপ্রিল) ঢাকার একটি রেস্টুরেন্টে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির চেয়ারম্যান আবদুল ফাত্তাহ এবং হায়োসাং টিএনএসের দক্ষিণ এশিয়ার এটিএম ব্যবসার প্রধান পরিচালক সাং কন লিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।


 
অনুষ্ঠানে জানানো হয়, এই সমঝোতার মূল উদ্দেশ্য সমগ্র বাংলাদেশ জুড়ে এটিএম ও ব্যাংকিং কিয়স্ক স্থাপন এবং সামগ্রিক ব্যবস্থার উন্নয়ন। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, স্থানীয় বাজার বিষয়ক অভিজ্ঞতা এবং হায়োসাং টিএনএসের অভিনব ব্যাংকিং প্রযুক্তির সমন্বয় গ্রাহকদের জন্য উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। সারা দেশে ব্যাংকিং সেবাকে আরো ত্বরান্বিত করবে।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসির চেয়ারম্যান আবদুল ফাত্তাহ বলেন, ‘বাংলাদেশে সর্বাধুনিক ব্যাংকিং প্রযুক্তি পৌঁছে দিতে আমরা হায়োসাং টিএনএস-এর সঙ্গে যুক্ত হয়েছি।

আমাদের লক্ষ্য গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি নিশ্চিত করা। এই অংশীদারত্ব সে লক্ষ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।’

হায়োসাং টিএনএসের পরিচালক সাং কন লিম বলেন, ‘গ্লোবাল ব্র্যান্ড পিএলসিকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আমাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের সূচনা হয়েছে। যা নতুন প্রজন্মের এটিএম ও ব্যাংকিং কিয়স্ক দেশের বাজারে সরবরাহ করতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই সমঝোতা বাংলাদেশের ব্যাংকিং খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান, যারা ৮০টিরও বেশি আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে। প্রতিষ্ঠানটি তার বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, মানসম্পন্ন আইটি পণ্য ও এন্টারপ্রাইজ সলিউশনের জন্য সুপরিচিত। অপরদিকে, ১৯৭৯ সাল থেকে হায়োসাং টিএনএস বিশ্বজুড়ে ব্যাংকিং প্রযুক্তি খাতে নেতৃত্ব দিয়ে আসছে এবং বর্তমানে বিশ্বের ৩০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের ব্যাংকিং প্রযুক্তি খাতে এক নতুন যুগের সূচনা করবে এবং সারাদেশের মানুষের জন্য আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ