<p>প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে হবিগঞ্জের চুনারুঘাট নয়ানী গ্রামে মকসুদ আলী অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।</p> <p>গতকাল বুধবার বিকেলে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল চুনারুঘাটের বিভিন্ন অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাটের খাদ্য কর্মকর্তা আবুল হোসেন।</p> <p>সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন, ধান-চাল প্যাকেট করতে পাটের বস্তা বাধ্যতামূলক  করেছে সরকার। কিন্তু মিল মালিকরা পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে আইন অমান্য করছেন।</p> <p>তিনি জানান, চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় উপজেলার আমতলি বাজার ও নয়ানী গ্রামের অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মকসুদ আলী অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  </p>