ঢাকা, শনিবার ০১ মার্চ ২০২৫
১৭ ফাল্গুন ১৪৩১

ঢাকা, শনিবার ০১ মার্চ ২০২৫
১৭ ফাল্গুন ১৪৩১

কাজিপুরে ১২ কোটি টাকার খাস জমি উদ্ধার করে চলছে উন্নয়ন কাজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
কাজিপুরে ১২ কোটি টাকার খাস জমি উদ্ধার করে চলছে উন্নয়ন কাজ
উদ্ধার করা সরকারি জমি ইজারা নিয়ে বাজারে গড়ে উঠছে নতুন নতুন ঘর। ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে দীর্ঘদিন যাবৎ বেহাত থাকা খাস জমি উদ্ধার করেছে। উদ্ধারকৃত জমির পরিমাণ ৫ দশমিক ৭৭ একর, যার বাজার মূল্য প্রায় ১১ কোটি ৭৯ লাখ টাকা। উদ্ধারকৃত জমিতে ইতোমধ্যে শুরু হয়েছে হাট-বাজার উন্নয়ন কাজ।

গতকাল (৬ ডিসেম্বর) রবিবার দুপুরে হাটবাজারগুলো ঘুরে দেখা গেছে উদ্ধারকৃত জমি ব্যবসায়ীরা বন্দোবস্ত নিয়ে নতুন দোকারঘর উঠাচ্ছেন।

সংস্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া এবং কাজিপুরের বিভিন্ন হাট বাজারে জায়গা সংকুলান না হওয়ায় বাজারগুলো প্রশ্বস্তকরণের লক্ষ্যে অভিযানে নামে উপজেলা প্রশাসন। এসময় তারা দীর্ঘদিন যাবৎ উপজেলার পাঁচটি হাটের পৌনে ছয় একর জায়গা অবৈধ দখলের প্রমাণ পান। পরে কাগজপত্র দেখে মালিকানা সনাক্ত করে ওইসব জায়গা উদ্ধার করা হয়। এরপর ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ওইসব জায়গা বন্দোবস্ত দেয়া হয়।

সোনামুখী হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম জানান, 'এখন হাটের জায়গা বের হওয়ায় ব্যবসায়ীরা লিজ নিয়ে সারি সারি নতুন ঘর তুলেছে। আরো তুলছে। এতে করে বাজারে এবং হাটের শৃংখলা ফিরে এসেছে।’

কালিকাপুর হাটের ব্যবসায়ী আমিনুর রহমান জানান, ‘আগে ছোট্ট ঝুপড়ি ঘরে দোকান করতাম।

এখন বরাদ্দ পেয়ে নিজের মতো করে বড় ঘর দিয়েছি। ব্যবসাও আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। হাটুরেরা নির্বিঘ্নে চলাচল করতে পারছে।’

এছাড়া উপজেলার নানাস্থানে দীর্ঘদিন থেকে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা সরকারী খাস জমি উদ্ধার করে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩৫টি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। গৃহহীনদের মাঝে এসব ঘর বিতরণ করা হবে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘সরকারী সম্পত্তি দখলমুক্ত করা আমাদের দয়িত্ব। কাজিপুরের হাট বাজারে ব্যবসায়ী এবং জন সমাগম উভয়ই বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকৃত জায়গা ব্যবসায়ীদের মাঝেই বন্দোবস্ত দেয়া হয়েছে। খাস জমি উদ্ধার করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের থাকার ঘর করে দেয়া হচ্ছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

এনসিপিতে পদ পাওয়ায় হান্নান মাসউদের বাবার আনন্দ মিছিল

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
এনসিপিতে পদ পাওয়ায় হান্নান মাসউদের বাবার আনন্দ মিছিল
সংগৃহীত ছবি

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ পাওয়ায় খুশি হয়ে আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আবদুল মালেক আনন্দ মিছিল করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে আনন্দ মিছিলটি করেন তিনি।

মিছিলটি স্থানীয় এএম উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে হান্নান মাসউদের বাবা বলেন, ‘আমার ছেলের যে স্বপ্ন ও চিন্তা-চেতনা তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য সেই স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ করে দেন।

হান্নানের স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করবেন। তার জন্য দোয়া করবেন সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়তে পারে।’

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ‘নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন সেই দোয়া করছি।

আমরা হাতিয়ার মানুষ একসঙ্গে থাকব। নতুন দলের সবার প্রতি আমাদের ভালোবাসা থাকবে।’

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন হান্নান মাসউদ। তিনি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মন্তব্য

আশুলিয়ায় বন্ধ কারখানায় ডাকাতি

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
আশুলিয়ায় বন্ধ কারখানায় ডাকাতি
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় ম্যাগপাই নিটওয়্যার লিমিটেড নামের এক পোশাক কারখানায় ডাকাতি হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন। 

শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ৩টা পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার ওই পোশাক কারখানার ভেতরে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পোশাক কারখানাটির সব কার্যক্রম বন্ধ ছিল।

শুক্রবার দিবাগত রাতে ১৫-২০ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা কারখানার প্রহরীদের মারধর করে অস্ত্রের মুখে একটি কক্ষে আটকে রাখে এবং কারখানার ভেতরে থাকা মূল্যবান মাল লুট করে পালিয়ে যায়।

কারখানাটির নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার রাজীব বলেন, অস্ত্রধারী ডাকাতদলের সদস্যরা কারখানায় নিরাপত্তাকর্মীদের মারধর করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শিল্প পুলিশ সূত্র জানায়, কারখানাটি গত বছরের ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রায় ১৪ মাস ধরে কারখানাটি বন্ধ থাকায় বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন ছিল। এই সুযোগে ডাকাতরা কারখানায় প্রবেশ করে দুটি কম্পিউটার, আইপিএসের ব্যাটারি, পরিত্যক্ত এয়ার কন্ডিশনার, বৈদ্যুতিক মটর, জেনারেটরের তার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ।

ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডের এজিএম কায়সার আলী খান বলেন, ‘আমাদের পোশাক কারখানারটির কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডাকাতরা কারখানায় প্রবেশ করে দারোয়ান ও প্রহরীকে জিম্মি করে ফেলে। পরে তারা সারা রাত ধরে ডাকাতি করে রাত ৩টার দিকে চলে যায়।’

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি। রাত ৯টা থেকে ৪টা পর্যন্ত ৩০-৩৫ জন ডাকাত কারখানায় প্রবেশ করে লুটপাট করে।

কারখানাটি প্রায় ১৪ মাস ধরে বন্ধ। এ ছাড়া কারখানাটিতে শ্রমিকদের কিছু দেনা পাওনার ইস্যুও আছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে অস্ত্রধারী একদল ডাকাত কারখানার নিরাপত্তা প্রহরীদেরকে একটি কক্ষে আটকে রেখে মূল্যবান মাল লুট করে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা করে ডাকাত সদস্যদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত মাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

‘ভুয়া পুলিশ’ বলে এসআইকে মারধর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
‘ভুয়া পুলিশ’ বলে এসআইকে মারধর
সংগৃহীত ছবি

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত-সংলগ্ন আউটার লিংক রোড এলাকায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তাকে ‘ভুয়া পুলিশ’ উল্লেখ করে হামলার ঘটনা ঘটেছে। মারধর করে ওই পুলিশ কর্মকর্তার ব্যবহত মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় পুলিশ কর্মকর্তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং হামলাকারীদের মধ্যে দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

গতকাল শুক্রবার রাতে নগরের পতেঙ্গা মডেল থানার আওতাধীন এলাকায় এই ঘটনা ঘটে।

 ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায় দায়িত্ব পালনকালে হামলার শিকার ইউসুফ আলী নামে পতেঙ্গা মডেল থানার এক এসআই কাঁদছেন। ইউসুফ আলী স্থানীয়দের কাছে নিজের মোবাইল, ওয়াকিটকি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার কথা বলছেন। তার গলার নিচে মারধরের চিহ্ন রয়েছে।

 

উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ওয়াকিটকি ও মানিব্যাগ। এ ছাড়া তাদের (গ্রেপ্তার দুজন) কাছ থাকা ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাকু এবং মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। ওই ঘটনায় গ্রেপ্তার মো. সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদকে (২২) শনিবার (১ মার্চ) চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এই ব্যাপারে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, নগরের আউটার রিং রোডের পাশে একটু নিচে মাদকসেবীরা মাদক সেবন করছে এমন সংবাদ জানিয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ ফোন আসে।

ওই সংবাদের ভিত্তিতে ফোর্সসহ এসআই ইউসুফ আলী সেখানে গিয়েছিলেন। সড়কের বিপরীত পাশে হওয়ায় গাড়িসহ অন্য সদস্যরা ইউটার্ন নিয়ে আসতে গেলে তিনি সড়ক থেকে নেমে লোকালয়ের দিকে গিয়েছিলেন। তখন এসআই ইউসুফকে একা পেয়ে মাদকসেবীরা তাকে ভুয়া পুলিশ আখ্যায়িত করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। এই ঘটনায় গতকাল পতেঙ্গা মডেল থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধিত ২০১২)-এর ৪/৫ ধারায় একটি মামলা করা হয়েছে।

মন্তব্য

স্বামীর জন্মদিনের কেক কাটার পর নিখোঁজ গৃহবধূ, পদ্মায় মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
শেয়ার
স্বামীর জন্মদিনের কেক কাটার পর নিখোঁজ গৃহবধূ, পদ্মায় মিলল লাশ
সংগৃহীত ছবি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদী থেকে আনজুমান আরা নামে (২০) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী আসিফ শেখের জন্মদিন উদযাপনের রাতে নিখোঁজ হন ওই গৃহবধূ। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেলেও সকালে পদ্মা নদীতে জেলের জালে লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কুমারখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া ফকিরপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন মায়া। আজ শনিবার (১ মার্চ) সকালে পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আঞ্জুমান আরা কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকায় বলে জানা গেছে।

 

গৃহবধূর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পদ্মায় নিয়ে গলা টিপে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

নিহতের স্বামী আসিফ শেখ বলেন, ‘শুক্রবার আমার জন্মদিন ছিল। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত জন্মদিন উপলক্ষে পারিবারিকভাবে অনুষ্ঠান উদযাপন করি।

এরপর রাত ১০টার দিকে আমি ও আমার স্ত্রী ঘুমাতে যাই। পরে রাত ১২টার দিকে আমার ঘুম ভেঙে যায়। এ সময় আমি তাকে পাইনি। পরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে খবর শুনতে পাই আমাদের বাড়ির পাশে নদীতে জেলের জালে তার লাশ উঠেছে।
কী কারণে তার মৃত্যু হয়েছে তা আমি জানি না।’

এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পদ্মা নদী থেকে আঞ্জুমান আরা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ