ঢাকা, মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫
১৯ ফাল্গুন ১৪৩১, ০৩ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫
১৯ ফাল্গুন ১৪৩১, ০৩ রমজান ১৪৪৬

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ আসামিরা ৩ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ আসামিরা ৩ দিনের রিমান্ডে
বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় রিমান্ড পাওয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি (বহিষ্কৃত) আনিসুর রহমানসহ তিন আসামি। ফাইল ছবি।

কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত যুবলীগ নেতা আনিসসহ তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২১ ডিসেম্বর) তিন আসামিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

যে তিন আসামির রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাঁরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি রায়ডাঙা গ্রামের মহিউদ্দিনের ছেলে আনিসুর রহমান আনিস (৩৫), তাঁর সহযোগী কয়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে হৃদয় আহমেদ (২০) ও একই উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়ার নাজিম উদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০)।

 

গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে কুষ্টিয়ার কয়া কলেজের সামনে স্থাপিত ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনা ঘটে। ওই ঘটনায় পরের দিন শুক্রবার বিকেলে কয়া কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

ওইদিন সকালে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষের সঙ্গে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে আনিসকে গ্রেপ্তার করে পুলিশ।

আনিসের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে অন্য দুজনকেও গ্রেপ্তার করা হয়। 

মন্তব্য

সম্পর্কিত খবর

হবিগঞ্জ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত
ছবি: কালের কণ্ঠ

হবিগঞ্জের লাখাইয়ে টমটমে যাত্রী ওঠা-নামা নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে মাইকে ঘোষণা দিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে লাখাই উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে।

এলাকাবাসী জানান, সোমবার ইফতারের পূর্ব মুহূর্তে লাখাই উপজেলার বুল্লা বাজারে টমটমে (ব্যাটারি চালিত অটোরিকশা) যাত্রী ওঠা-নামা নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া ও যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন।

আরো পড়ুন
বিগত ৫৩ বছরে অসংখ্য দল এসেছে, এনসিপির বিশেষত্ব কী

বিগত ৫৩ বছরে অসংখ্য দল এসেছে, এনসিপির বিশেষত্ব কী

 

এ ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নামেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। আহতদের স্থানীয় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
রোজাদারের আনন্দের মুহূর্ত যখন

রোজাদারের আনন্দের মুহূর্ত যখন

 

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

মন্তব্য

পীরগঞ্জের সাবেক যুবলীগ নেতা পারুল গ্রেপ্তার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
শেয়ার
পীরগঞ্জের সাবেক যুবলীগ নেতা পারুল গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা হারুন উর রশিদ পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে পৌর শহরের রঘুনাথপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে ককটেল বিস্ফোরণসহ হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

নাগেশ্বরীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
নাগেশ্বরীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাকচাপায় জাহানারা বেওয়া (৭১) নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বামনেরকুটি গ্রামের মৃত মোফাজ্জল মন্ডলের স্ত্রী। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার রায়গঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার সকালে জাহানারা বেওয়া হেঁটে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন।

এ সময় ভুরুঙ্গামারী সোনাহাটগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে রায়গঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে সজোড়ে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
‘বিনোদিনী’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী মৈত্র

‘বিনোদিনী’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী মৈত্র

 

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বিষয়টি জানতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য

রাণীনগরে ইউনিয়ন আ. লীগের সম্পাদক কারাগারে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
রাণীনগরে ইউনিয়ন আ. লীগের সম্পাদক কারাগারে
সংগৃহীত ছবি

নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫)-কে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা পুলিশ। তিনি উপজেলার গোনা গ্রামের রইচ উদ্দিন সরদারের ছেলে।

উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় সোমবার (৩ মার্চ) রাতে তার নিজগ্রাম গোনা থেকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন
মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রুডোর

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রুডোর

 

রাণীনগর থানার এসআই (তদন্ত) তাহের উদ্দিন জানান, গত ২৪ আগস্ট রাতে রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তৎকালীন সময়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারফ হোসেন বাদী হয়ে ৫৬ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আসামি করে রাণীনগর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ