ফের একসঙ্গে বড় পর্দায় টলিউডের জনপ্রিয় দুই নায়ক প্রসেনজিৎ ও চিরঞ্জিত। চন্দ্রাশিস রায় পরিচালিত ‘বিজয়নগরের হিরে’ অর্থাৎ কাকাবাবু ফ্রাঞ্চাইজির নতুন সিনেমায় দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। এর আগে সর্বশেষ ২০০২ সালে ‘ইনক্লাব’ সিনেমায় একফ্রেমে দেখা গিয়েছিল তাদের। তারপর আর কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি দুজনকে।
২৩ বছর পর একসঙ্গে পর্দায় প্রসেনজিৎ-চিরঞ্জিত
- ফের একসঙ্গে হাজির হচ্ছেন দুই বড় তারকা
- কাকাবাবু ফ্র্যাঞ্জাইজিতে দেখা মিলবে তাদের
বিনোদন ডেস্ক

প্রায় তিন বছর পর নতুন অভিযানে কাকাবাবু। আসছে বিজয়গড়ের হীরে। কিছুদিন আগেই হয়েছে এর মহরত। যদিও সেখানে দেখা যায়নি চিরঞ্জিত চক্রবর্তীকে।
এক সময় টলিউডে বহু সফল ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ ও চিরঞ্জিত জুটি।
২০১৩ সালে মুক্তি পায় প্রসেনজিতের প্রথম কাকাবাবুর অভিযান ‘মিশর রহস্য’। তারপর ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’ ও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।
সম্পর্কিত খবর

ফের বাড়ল অনুদানের সিনেমা জমা দেওয়ার সময়
বিনোদন প্রতিবেদক

সরকারি অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেওয়ার সময় আবারো বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকেরা সিনেমার প্রস্তাব জমা দেওয়ার সুযোগ পাবেন আগামী ২৭ এপ্রিল পর্যন্ত।
এর আগে অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমাদানের শেষ সময় ছিল ৭ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। পরে যা বাড়িতে করা হয় ২২ এপ্রিল পর্যন্ত।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের নিমিত্ত সরকারি অনুদান প্রদানের উদ্দেশ্যে কাহিনী ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক; পরিচালক; চলচ্চিত্র নির্মাতা; চলচ্চিত্র ব্যক্তিত্ব; সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার প্রতিষ্ঠান; লেখক; চিত্রনাট্যকারদের নিকট থেকে চলচ্চিত্র নির্মাণের প্যাকেজ প্রস্তাব আহবান সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গত ২৭ ফেব্রুয়ারি পত্রিকায় প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লিখিত শর্তাবলী অপরিবর্তীত রেখে পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমাদানের সময়সীমা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
চলচ্চিত্র শিল্পকে প্রসারিত করতে এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২টি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে মোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দিবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাবের একটি মূল কপিসহ ১২ সেট ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য একটি মূল কপিসহ ১২ সেট জমা দিতে হবে।
প্রযোজকের আর্থিক সক্ষমতা অর্থাৎ প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা দশ ভাগ অর্থ তার ব্যাংক হিসাবে জমা আছে এ মর্মে প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সনদ এবং চলচ্চিত্র বিষয়ক সংগঠনের প্রত্যয়নপত্র (যদি থাকে) দাখিল করতে হবে।

এক ছেলে চাচীর গয়না চুরি করে এনেছিল আমার জন্য : ডিজে সনিকা
বিনোদন প্রতিবেদক

ডিজে সনিকা শোবিজ অঙ্গনের বেশ জনপ্রিয় এক নাম। দেশের সফলতম নারী ডিজে তিনি। মিউজিকের বাইরে ব্যতিক্রম ফ্যাশনের সুবাদেও আলোচনায় থাকেন। সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক না বলা কথা জানিয়েছেন তিনি।
দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় ‘বিশ্বাসে মিলায় বন্ধু’-তে হাজির হন ডিজে সনিকা। সেখানে কথোপকথনের একপর্যায়ে ওঠে আসে প্রেমজীবন ও ভালোলাগা নিয়ে নানা প্রশ্ন। ডিজে সনিকা জানান, একজন তার জন্য নিজের চাচীর গয়না পর্যন্ত চুরি করে নিয়ে এসেছিলেন!
সনিকা বলেন, ‘ক্লাস ফাইভ পর্যন্ত আমি কম্বাইন্ড স্কুলে ছিলাম। তখন এমনিতে তো এলাকায় বিকাল বেলা খেলতে বের হতাম তখন এলাকার ছেলেরা যারা আছে, একদম সিনিয়র থেকে জুনিয়র সবাই আমার পেছনেই।
দেখুন সম্পূর্ণ ভিডিওটি :

ড. ইউনূসের সঙ্গে হলিউড অভিনেতার সাক্ষাৎ
বিনোদন প্রতিবেদক

কাতার সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হয়েছে জনপ্রিয় হলিউড অভিনেতা ইদ্রিস এলবারের।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে সেখানে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অভিনেতা ইদ্রিস এলবার সাথে একটি সংক্ষিপ্ত মুহূর্ত ভাগ করে নিয়েছেন।
আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে কাতারের রাজধানী দোহায় আছেন। দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।
ইদ্রিস আকুনা এলবা একজন ব্রিটিশ অভিনেতা, প্রযোজক, পরিচালক, সঙ্গীতজ্ঞ এবং ডিজে। যিনি এইচবিও ধারাবাহিক দ্য অয়্যারে মাদক পাচারকারী স্ট্রিঙ্গার বেল, বিবিসি ধারাবাহিক লুথার-এ জন লুথার এবং জীবনীনির্ভর চলচ্চিত্র ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম (২০১৩) এ নেলসন ম্যান্ডেলা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
তিনি সেরা মিনি ধারাবাহিক বা টেলিচলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য চারবার মনোনয়ন লাভ করেন এবং একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও তিনি প্রাইমটাইম এমি পুরস্কারের জন্য পাঁচবার মনোনীত হয়েছেন।

শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিনোদন প্রতিবেদক

সৎ মা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায়।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সৎ মা নিশি ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগে শাওনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করে বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। তবে এদিন শাওন ও সাবেক ডিবিপ্রধান হারুনসহ বাকি আসামিরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের এমন আদেশে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী নিশি ইসলাম বলেন, ‘আমরা চাই আসামিদের শাস্তি হোক।
গত বছরের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের জন্য পাত্রী চাই বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন থেকেই নিশির সঙ্গে তার পরিচয় ও বিয়ে হয়।
অভিযোগ রয়েছে, এ ঘটনা জানার পর বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান শাওন। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সেই প্রভাব খাটিয়ে সৎ মা নিশিকে ৬ মাস জেলে খাটান।
বাবাকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে কয়েক মাস একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আটকে রেখেছিলেন শাওন, এমন অভিযোগও আছে। এসব ঘটনার সঙ্গে শাওনের অন্যান্য ভাইবোনও জড়িত বলে সে সময় অভিযোগ করেছিলেন বাদী নিশি ইসলাম।