দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ শ্রীপুর-বনগাঁও সড়কের প্রায় ৫০০ মিটার যেন ভোগান্তির আরেক নাম। ২০০২ সালের পর ওই সড়কে চোখ পড়েনি কুলাউড়ার সংসদ সদস্য কিংবা উপজেলা চেয়ারম্যানদের। সম্প্রতি এলাকাবাসীর পক্ষে রাস্তাটি সংস্কারের আবেদন করা হয়েছে।
জানা যায়, ২০০২-০৩ অর্থবছরে সিলেট বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৮২ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মিত হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ চৌধুরী, মোমিন চৌধুরী, খালেদ খান বলেন, ‘আমাদের এলাকার লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কে চলাচল করতে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে রোগীরা। প্রসব সমস্যার কোনো রোগীকে রাতে যখন কোনো হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ছে তখন ভোগান্তির সীমা থাকছে না। দীর্ঘ ২৩ বছরেও এই সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এই সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিদিন বিরূপ মন্তব্য করছে স্থানীয় লোকজন। এলাকার জনগণের কথা চিন্তা করে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।’
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।