কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকার বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ রাজনের কবর ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়।
ঘটনার খবর পেয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান।
পরিদর্শন শেষে তারা কবর ভাঙার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ মডেল থানার আহ্বায়ক শাফায়েত ঢালী বলেন, ‘শহীদ রাজন বৈষম্যবিরোধী সংগ্রামের প্রতীক। তার আত্মত্যাগের প্রতি এমন অবমাননা জাতির জন্য লজ্জাজনক ঘটনা। যারা এই জঘন্য কাজ করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
’
স্থানীয় এলাকাবাসীও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলেন, শহীদদের প্রতি সম্মান জানানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
এর আগে গত ১৪ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাহপুর শহীদ সায়েমের কবর ভেঙে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ওই ঘটনায় মামলা হলে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে।