ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
২৬ ফাল্গুন ১৪৩১, ১০ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
২৬ ফাল্গুন ১৪৩১, ১০ রমজান ১৪৪৬

জনপ্রতিনিধির বিরুদ্ধে জনতার ঝাড়ু-জুতা মিছিল

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
শেয়ার
জনপ্রতিনিধির বিরুদ্ধে জনতার ঝাড়ু-জুতা মিছিল

নরসিংদীর মনোহরদী পৌরসভার এক কাউন্সিলরের পরকীয়ার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। আজ শনিবার সকালে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের চন্দনবাড়ী চরপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় ওই ওয়ার্ডের লোকজন কাউন্সিলর আকরাম হোসেনের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর আকরাম হোসেন গত বৃহস্পতিবার রাতে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। অনৈতিক কাজের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে তার স্ত্রী তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরই জেরে আজ শনিবার সকালে একই এলাকার মোহাইমিন রাতুল নামে এক স্কুলছাত্র বাড়ি ফেরার পথে কাউন্সিলর আকরাম, তার ভাই আমির হোসেন, খলিলুর রহমান ও ভাতিজা ইমন মিলে তাকে মারধর করে। এ সময় রাতুলকে ছাড়িয়ে নিতে আসলে ফুয়াদুল ইসলাম অপু, তৌহিদুল ইসলাম রনি, ছোলমান, উসমান, রুমা ও আমিনাকেও মারধর করে তারা। ঘটনা শুনে এলাকাবাসী ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অপরদিকে, কাউন্সিলরের পরিবারের দাবি, আকরামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানোর বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করলে তারা দলবল নিয়ে আকরামসহ তাদের ওপর হামলা করে। তারা মনোহরদী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত মোহাইমিন রাতুল বলেন, আকরাম কাউন্সিলরের পরকীয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সন্দেহজনকভাবে আকরাম ও তার ভাইয়েরা আমাদেরকে মারধর করে।

হালিমা নামে এক নারী বলেন, কাউন্সিলর আকরামের অপকর্মের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও সে কয়েকজন নারীর সঙ্গে এমন অনৈতিক ঘটনা ঘটিয়েছে।

আমরা তার বিচার চাই।

মনোহরদী পৌরসভার ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকরাম হোসেন বলেন, পারিবারিক একটি ঝামেলা মিটানোর জন্য ওই প্রবাসীর বাবা আমাকে ফোন দিলে আমি সেখানে যাই। পরে স্থানীয় কয়েকজন যুবক মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ওই বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে আমাকে নিয়ে আসেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে কোন পক্ষই আমাকে জানায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

কাজিপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত লাশ উদ্ধার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
কাজিপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে দুবলাই নামক স্থানে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের হাত, পা ও মুখ টেপ দিয়ে বাঁধা ছিল। গলায় মাফলার পেঁচানো অবস্থায় ছিল।

আনুমানিক ৫৫-৫৭ বছর বয়সী ওই ব্যক্তির পরনে লুঙ্গি, খয়েরি টি-শার্ট ও সোয়েটার ছিল।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, লাশটি অন্য জায়গা থেকে এনে নির্জন স্থানে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
ছবি: কালের কণ্ঠ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের করা অবরোধ দুই ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। বেতনের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নিয়েছেন। আজ মঙ্গলবার( ১১ মার্চ) সকাল সাড়ে ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এসময় ওই মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, অবরোধ প্রত্যাহার হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক। 

এর আগে, টঙ্গীর দত্তপাড়া এলাকায় বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক একটি কারখানার সহস্রাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। কারখানার অভ্যন্তরে আন্দোলন করার কারণে প্রতিষ্ঠান  বন্ধ হওয়ার প্রতিবাদের শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন।

জানা যায়, গতকাল শ্রমিকরা কারখানার ভেতরে বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ রাখে। কর্তৃপক্ষ বারবার অনুরোধ করলেও তারা কাজ করেনি। এরপর কর্তৃপক্ষ অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। আজ মঙ্গলবার সকালে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা উত্তেজিত হন।

পরে তারা সংগঠিত হয়ে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া আছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফকিরহাটে ৫ ঘণ্টার ব্যবধানে বাজার ও বিদ্যালয়ে আগুন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
ফকিরহাটে ৫ ঘণ্টার ব্যবধানে বাজার ও বিদ্যালয়ে আগুন
ফকিরহাটে একই রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফকিরহাট পুরাতন সুপারি পট্টির চারটি দোকান ও একটি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষ পুড়ে গেছে। ছবি : কালের কণ্ঠ

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি অগ্নিকাণ্ডে বাজার ও একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ও দিবাগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের এসব ঘটনা ঘটে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফকিরহাটের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, সোমবার রাত আনুমানিক ১২টার দিকে ফকিরহাট বাজারের পুরাতন সুপারি পট্টি গলিতে মো. ইমরান (৩৫)-এর দোকানে আগুন লাগে। এরপর দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, আগুনে গার্মেন্টস ও সুতার দোকানসহ আশপাশের ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আরো পড়ুন
রফিক হোটেলে সাহরি-ইফতারে লাগে না কোনো টাকা

রফিক হোটেলে সাহরি-ইফতারে লাগে না কোনো টাকা

 

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মো. ইমরান ও উত্তম চন্দ্র সাহা জানান, সামনে ঈদের জন্য নতুন পোশাক ও জিনিসপত্র উঠিয়ে ছিলেন দোকানে। আগুনে পুড়ে যাওয়ায় তাদেরকে পথে বসতে হবে। ৪টি দোকানে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। 

অপরদিকে উপজেলার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ওসি মো. শাহজাহান মিয়া জানান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আরো পড়ুন
কবর থেকে তোলা হলো তানজিন তিশার সহকারীর লাশ

কবর থেকে তোলা হলো তানজিন তিশার সহকারীর লাশ

 

ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, আগুনে মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের বৈদ্যুতিক মালামাল ও আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন। প্রধান শিক্ষক লিখিত প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য

জামায়াতের নারী নেত্রীর ওপর হামলা, বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
জামায়াতের নারী নেত্রীর ওপর হামলা, বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার
পুলিশ ভ্যানে গ্রেপ্তারকৃত সোহেল আহমেদ। ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর রোকন ও নারী নেত্রী হাসিনা খাতুন এবং তার কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতার ছেলে সোহেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) ভোররাতের দিকে উপজেলার ভৈরবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছেলে।

আরো পড়ুন
রফিক হোটেলে সাহরি-ইফতারে লাগে না কোনো টাকা

রফিক হোটেলে সাহরি-ইফতারে লাগে না কোনো টাকা

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার পরিদর্শক সাজ্জাদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘গত ৯ মার্চ কুল্লাপাড়া গ্রামে জামায়াতের কর্মীসভায় নারী নেত্রীসহ বেশ কয়েকজনের ওপর হামলা করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর রোকন হাসিনা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ