<p>ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাইট কোচের ধাক্কায় আলা-আমীন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন আরো দুজন। বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ৮টায় রাণীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহত আল-আমীন উপজেলার আমজুয়ান গ্রামের বেলাল হোসেনের ছেলে। এ ছাড়া আহতরা হলেন- একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাজেদ আলী (৪০) ও তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল (৩৮) আহত হয়েছেন। </p> <p>পুলিশ সূত্রে জানা যায়, এদিন রাতে রাণীশংকৈল থেকে ঢাকাগামী নাইট কোচ রাজ পরিবহন পুরাতন সেন্টারের পাটগাঁও নামের স্থানে পৌঁছলে একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আল-আমীনসহ তিনজন ছিটকে পরেন। পথচারীরা ঘটনাস্থল থেকে আল-আমীনকে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিনাজপুর নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।</p> <p>রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত রাজ পরিবহন নাইট কোচটিকে আটক করে পাশের পীরগঞ্জ থানার হেফাজতে রাখা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।</p>