ময়মনসিংহের ভালুকায় প্রায় ২৫ হাজার মানুষের অংশগ্রহণে বিশাল ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, সব সহযোগী সংগঠনের নেতারা, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, উলামা-মাশায়েক, পেশাজীবী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে ওই ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজের আয়োজন করেন।
শনিবার (২২ জুলাই) দুপুরে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহাম্মেদ, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ওসি মো, কামাল হোসেন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।