ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ভালুকায় বিশাল ঈদ পুনর্মিলনী, ২৫ হাজার মানুষের প্রীতিভোজ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
ভালুকায় বিশাল ঈদ পুনর্মিলনী, ২৫ হাজার মানুষের প্রীতিভোজ

ময়মনসিংহের ভালুকায় প্রায় ২৫ হাজার মানুষের অংশগ্রহণে বিশাল ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য  আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, সব সহযোগী সংগঠনের নেতারা, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, উলামা-মাশায়েক, পেশাজীবী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে ওই ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজের আয়োজন করেন। 

শনিবার (২২ জুলাই) দুপুরে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহাম্মেদ, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ওসি মো, কামাল হোসেন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

খালিদ বাবু এমপি বিশাল এবং সুশৃঙ্খল আয়োজনের জন্য সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। একই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য সবার সহযোগিতা কামনা করেন। প্রীতিভোজ চলাকালে সংসদ সদস্য ধনু অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রীতিভোজে অংশ নেওয়া মো. সিরাজুল ইসলামসহ অনেকেই জানান, ভালুকার ইতিহাসে স্থানীয় কোনো এমপির আয়োজনে এত বড় প্রীতিভোজ এর আগে আর কখনো অনুষ্ঠিত হয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘বিএনপি কখনোই ক্ষমতার লোভে রাজনীতি করে না’

যশোর অফিস
যশোর অফিস
শেয়ার
‘বিএনপি কখনোই ক্ষমতার লোভে রাজনীতি করে না’
ছবি: কালের কণ্ঠ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘বিএনপি কখনোই ক্ষমতার লোভে রাজনীতি করে না। বিএনপি জনগণের দাবি আদায় এবং অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আর সে কারণেই বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার যাঁতাকলে পিষ্ট হয়েও জনগণের অধিকার আদায়ের জন্য আমরা কেউ রাজপথ ছেড়ে যাইনি।’ 

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে যশোরের সদর উপজেলার হৈবৎপুর ইউনিয়নের বৈশাখি উৎসবের অংশ হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

অধ্যাপক নার্গিস বেগম বলেন,  ‘আমাদের ঐক্যবদ্ধ শক্তিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিলেও আন্দোলন শেষ হয়নি। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের আন্দোলনের পরিসমাপ্তি হবে।’ 

আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি, মোরগ লড়াই, বেলুন ফাটানোসহ মেয়েদের চেয়ার সিটিং খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

 ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, আব্দুস সালাম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী প্রমুখ।

মন্তব্য

গাজীপুরে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গাজীপুরে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার
সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের তেলিহাটি ও পেলাইদ মৌজায় বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) শ্রীপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে সদ্য নির্মিত ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযানের মাধ্যমে প্রায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্র জানায়, বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

নকলায় সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

নকলা (শেরপুর) প্রতিনিধি
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেয়ার
নকলায় সড়কে প্রাণ গেল কলেজছাত্রের
সংগৃহীত ছবি

শেরপুরের নকলায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (২২) নামের এক কলেজছাত্র মারা গেছেন। শনিবার (২৬ এপ্রিল) গণপদ্দী ইউনিয়নে বিদ্যুৎ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।

মেহেদী বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী গ্রামের জামির হোসেন রাজমিস্ত্রির ছেলে।

তিনি নকলা সরকারি হাজী জাল মামুদ কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত মোটরসাইকেলচালক মো. শামীম মিয়া (২৫) ভূরদী ছালাকুরা গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো পড়ুন
২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল

২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে শামীম ও মেহেদী মোটরসাইকেল নিয়ে নকলা বাজার থেকে ভূরদী গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন।

মোটরসাইকেলটি শেরপুর-ঢাকা মহাসড়কের গণপদ্দী এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মেহেদী ও চালক শামীম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেহেদীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। 

আরো পড়ুন
ঢামেকে ‘বিশ্ব ঘুম দিবস’ উদযাপন মঙ্গলবার

ঢামেকে ‘বিশ্ব ঘুম দিবস’ উদযাপন মঙ্গলবার

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মেহেদীর সুরতহাল প্রতিবেদন করা হয়েছে পরবর্তীতে নকলা থানা মামলা করার প্রস্তুতি চলছে।

মন্তব্য

পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে জেলার হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১৩) ও একই গ্রামের জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন ফেরদৌস (১০)। নিহত তাজরিন বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি ও জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

 

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের পরিবারের বরাতে ওসি জানান, দুপুরে কয়েকজন শিশু বাড়ির পাশে খলিল নামে এক ব্যক্তির পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে জান্নাতুন ও তাজরিন পুকুরের মাঝখানে চলে গেলে সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ