<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ শহরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া হামলা ও সংঘর্ষে আহত হয়েছে আরো শতাধিক। হামলাকারীরা শহরের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর করে ও অগ্নিসংযোগ করেছেন। </p> <p>রবিবার (৪ আগস্ট) টাউন হল রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা হয়। নিহত রিপন শীল (২৭) হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার রতনশীলের ছেলে। হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুমিন উদ্দিন নিহতের তথ্য নিশ্চিত করেন। </p> <p>টাউল হল রোড এলাকায় অবস্থিত হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের বাসায় আগুন দিয়েছে দুবৃত্তরা। তার বাসার পাশেই অবস্থিত জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের বাসভবনে হামলা এবং তার কর্মচারী সোহেল মিয়াকে পিটিয়ে গুরুতর জখম করে।<br />   <br /> টাউন হল রোড এলাকায় আন্দোলনকারীরা এখনো অবস্থান করে ‘স্বাধীন স্বাধীন’ বলে শ্লোগান দিচ্ছেন।</p>