<p>সিরাজগঞ্জ শহরে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসলে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে যমুনা নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>নিখোঁজ শিক্ষার্থী জিহাদ সেখ (১৪) শহরের হোসেনপুর বাগানবাড়ী এলাকার জুয়েল সেখ ছেলে এবং সবুজ কানন হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729864779-29ae87945c5b840038b2a7ed5ebc9aee.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/25/1439085" target="_blank"> </a></div> </div> <p>সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, জিহাদসহ ৫-৬ জন বন্ধু মিলে ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল। ওই সময় নদীর তীব্র স্রোতে জিহাদসহ ৩ জন নদীতে ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক দুজনকে উদ্ধার করতে পারলেও জিহাদ পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনার পরই প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেছিলাম। কিন্তু জিহাদকে পাওয়া যায়নি। বিকেল ৫টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।</p>