<p>বদলি ঠেকিয়ে একই কর্মস্থলে থাকা এবং কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার প্রকৌশলী মো. সোহেল রানা বিরুদ্ধে। ২০২১ সালের ৩০ ডিসেম্বর  রাজারহাট উপজেলায় প্রকৌশলী হিসেবে যোগ দেন মো. সোহেল রানা। পরে গত বছরের ১১ ফেব্রুয়ারি বদলির আদেশ হলেও তা ঠেকিয়ে কাজ করছেন আগের কর্মস্থলে।</p> <p>এলাকাবাসী ও স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, অবাধ ঘুষ বাণিজ্য, ৩% কমিশন পেতেই সোহেল রানা এই বদলি ঠেকিয়েছেন। </p> <p>জানা গেছে, ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানাকে পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রকৌশলী হিসেবে বদলি করা হয়। কিন্তু তিনি অদৃশ্য কারণে বদলির অফিস আদেশ ঠেকিয়ে রাজারহাট উপজেলায় থেকে যান। এ ঘটনায় সাধারণ ঠিকাদারদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।</p> <p>অভিযোগ উঠেছে, কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার হামিদুর রহমানের মদদে ক্ষমতার অপব্যবহার করে বদলি ঠেকিয়েছেন। এছাড়া এমপির সঙ্গে সখ্যতার কারণে সোহেল বেপরোয়া ঘুষ বাণিজ্যও চালিয়ে গেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুড়িগ্রামে পিপি-জিপি নিয়োগ প্রত্যাখ্যান করল আইনজীবীদের একাংশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732024701-e98159ffd3b30d7b58e84ca256b42b4d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুড়িগ্রামে পিপি-জিপি নিয়োগ প্রত্যাখ্যান করল আইনজীবীদের একাংশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/19/1448429" target="_blank"> </a></div> </div> <p>২০২৩-২৪ অর্থ বছরের চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় জোড়সয়রা হাট প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ৭২ লাখ ৯ হাজার ৩৯৯ টাকার কাজে ৩% কমিশন দাবির অভিযোগ আছে সোহেল রানার বিরুদ্ধে।</p> <p>রাজারহাটের ঠিকাদারি আরিফুল রহমান আরিফ জানান, জোড়সয়রা হাট প্রাথমিক বিদ্যালয়ের কাজের সময় কমিশন দিতে রাজি না হওয়ায় তার বিল আটকে দেওয়া হয়। এছাড়া তার ন্যায্য কাজের বিল আদায়ের জন্যও ঘুষ দিতে বাধ্য করা হয় তাকে।</p> <p>নাম প্রকাশে অনিচ্ছুক রাজারহাট উপজেলা এলজিইডি এক ঠিকাদার বলেন, ‘ইঞ্জিনিয়ার স্যার যেভাবে আমাদের হয়রানি করে তা মনে হয় না অন্যকোনো উপজেলাতে এরকম হয়। তিনি ছোট সমস্যায় তিলকে তাল বানিয়ে প্রতিটি বিল থেকে ২-৩% টাকা হাতিয়ে নেন। তা না দিলে মাসের পর মাস বিলের জন্য ঘুরতে হয়। একথাগুলো বললে ঠিকাদারদের নানারকম হয়রানির সম্মুখীন হতে হয়। যে কারণে কেউ মুখ খোলেন না।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এলজিইডির সড়ক কাটল দুর্বৃত্তরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731424197-edab7ba7e203cd7576d1200465194ea8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এলজিইডির সড়ক কাটল দুর্বৃত্তরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/12/1445867" target="_blank"> </a></div> </div> <p>এসব অভিযোগের বিষয়ে রাজারহাট উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, ‘আমার বদলির অর্ডার স্টে হয়েছে, তাই আমি এখনও এখানে কর্মরত আছি। এছাড়া আমার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। এখন কেউ কিছু বললে তা তো আমি থামাতে পারি না।’ </p> <p>এ বিষয়ে কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।</p> <p>স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার আলী বলেন, ‘দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই। ঘুষ বাণিজ্যের প্রমাণ থাকলে তাকে আইনের আওতায় তুলে দিন।’ এছাড়া তিনি অনিয়ম-দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।</p>