ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

পরীক্ষা দিতে এসে কারাগারে ছাত্রলীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
পরীক্ষা দিতে এসে কারাগারে ছাত্রলীগ নেত্রী
জান্নাতুল ফেরদৌস তামান্না।

পরীক্ষা দিতে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ পিয়াকে বোয়ালিয়া থানায় নেয়।

জানা গেছে, আটক ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না ওরফে পিয়া রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রাজশাহী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

আরো পড়ুন
খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই : সিএমপি

খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই : সিএমপি

 

কলেজ সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি পরীক্ষা দিতে যান। পরীক্ষা চলাকালীন পাশের সিটে বসা পরীক্ষার্থীরা পিয়াকে চিনতে পারেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে অবস্থান নেন। পরীক্ষা শেষে সাধারণ ছাত্রীরা পিয়াকে আটক করে পুলিশে দেন।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।’ 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

রাবার ড্যাম এখন গরিবের মিনি কক্সবাজার (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাবার ড্যাম এখন গরিবের মিনি কক্সবাজার (ভিডিওসহ)
ছবি : কালের কণ্ঠ

শেরপুরের নালিতাবাড়ীর রাবার ড্যাম এখন পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ সৃষ্টি করেছে। প্রাকৃতিক সৌন্দর্য আর কৃত্রিম ঝর্ণার শীতল ধারায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই স্থানটি। স্থানীয়রা একে ডাকছে ‘গরিবের মিনি কক্সবাজার’। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণপিপাসুরা এখানে এসে খুঁজে পান প্রশান্তি আর একটুখানি আনন্দের ছোঁয়া।

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এনায়েত করিমের দাফন সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এনায়েত করিমের দাফন সম্পন্ন
সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম মারা গেছেন। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের পাড় দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এনায়েত করিম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে শনিবার সন্ধ্যায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিন স্ত্রী, ছয় ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আরো পড়ুন
গরমের মধ্যেই বৃষ্টি নিয়ে সুখবর

গরমের মধ্যেই বৃষ্টি নিয়ে সুখবর

জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর-উত্তম) ও জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর হক মোহনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

‘লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জনকে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
‘লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জনকে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি’
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, ‘লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জনকে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি। তাদের বলেছি যদি কেউ টাকা চায় তাহলে যেন আমাকে ফোন করে বলে আমি টাকাটা পাব কি না। আমি আমার জায়গা থেকে স্বচ্ছতার বিষয়টি স্পষ্ট করে দিয়েছি। আমি চাচ্ছি শতভাগ স্বচ্ছ একটা নিয়োগ হোক।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

কনস্টেবল পদে নিয়োগ নিয়ে প্রতারকচক্র সক্রিয় হয়েছে। এ বিষয়ে পুলিশের নজরদারি অব্যাহত আছে। ইতোমধ্যেই এক দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

এহতেশামুল হক আরো বলেন, ‘আমার বিবেক ধ্বংস হচ্ছে। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেব। আমি আর দালালরা কৌশলে টাকা নিয়ে যাবে—এটা কোনোভাবেই হতে পারবে না। অস্বচ্ছতার জায়গা হবে না।

এদেরকে রোধ করা লাগবে।’

এ সময় জানানো হয়, নিয়োগ নিয়ে দালালি করার ঘটনায় জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের মো. মিলন মিয়া (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দালালির বিষয়ে আরো যেসব খবর আসছে সেগুলো নজরদারি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কনস্টেবল পদে মোট ৩৯ থেকে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এরই প্রেক্ষিতে ৫২৪ জন পুরুষ ও ৬৩ জন নারী অনলাইনে আবেদন করেন। ৬, ৭ ও ৮ এপ্রিল মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৭৫ জন পুরুষ ও ৪২ জন নারী। এর মধ্যে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ২৭৮ জন পুরুষ ও মাত্র নয়জন নারী প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৪ মে লিখিত পরীক্ষা এবং ১৪ মে মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার এহতেশামুল হক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন বিষয় স্পষ্ট করে তুলে ধরেন। তিনি বলেন, ‘শারীরিক বাছাই প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়। প্রত্যেকের পরীক্ষার ভিডিও সংরক্ষণ করা আছে। অনেকে রিভিউ হিসেবে দেখতে এসে লজ্জিত হয়ে গেছেন। তারা বুঝতে পেরেছেন যে বাদ পড়া প্রার্থী কি কারণে উত্তীর্ণ হতে পারেননি।’

তিনি বলেন, ‘লিখিত পরীক্ষার সবকিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রশ্ন আসবে। অংশগ্রহকারীদের খাতা সিলগালা করে পাঠানো হবে। এছাড়া এইচএসসি ও এসএসসি স্ট্যান্ডার্ডে পরীক্ষা নেওয়ার পর এমনভাবে খাতা পাঠানো হবে যে কেউ বুঝতেই পারবে না কার কোন খাতা। আমরা শুধু ফলাফল সিট পাবো। ৬০ মার্কের মধ্যে ২২.৫ প্রাপ্তরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে গণ্য হবেন। লিখিত পরীক্ষার যে ১৫ মার্ক এর মধ্যে উপস্থিত হলেই প্রার্থী আট পাবেন। অর্থাৎ কেউ ফেল করবেন না। যারা ভালো করবেন তাদেরকে সর্বোচ্চ ১২ দেওয়া হবে। এক্ষেত্রে কোনো দালালে মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি আপনারা (মিডিয়াকর্মী) প্রচার করবেন। তাহলে দালালরা সুযোগ নিতে পারবেন না। আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আগে কী হয়েছে জানি না। অনেক কিছু শুনি। এসব নিয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু টাকা ছাড়া যে পুলিশে চাকরি হয় সেটা মানুষকে বিশ্বাস করাতে চাই। এ জন্য নিয়োগপ্রত্যাশীসহ সবার সহযোগিতা প্রয়োজন।’

মন্তব্য

হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে ফারুক হোসেন (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৭ এপ্রিল) দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন।

ফারুক সদর উপজেলার চর আলাতুলী রোডপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ জানান, ২০২২ সালের ১৯ ডিসেম্বর দিবাগত রাতে নিজ বসতবাড়ি থেকে এক কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ ফারুকে আটক করে র‌্যাব-৫ ব্যাটালিয়ন।

এ ঘটনায় ২০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ফারুককে আসামি করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী। 

আরো পড়ুন
দৈনন্দিনের যেসব অভ্যাস বাদ দিলে ভালো থাকবে লিভার

দৈনন্দিনের যেসব অভ্যাস বাদ দিলে ভালো থাকবে লিভার

তিনি আরো জানান, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ফারুককে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আকতারুজ্জামান। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর আদালত রবিবার ফারুককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. মো. জাকির হোসেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ