<p>পাহাড়ি-বাঙালিদের মাঝে সম্প্রীতির বন্ধন স্থাপনের আহ্বান জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জান-মালের নিরাপত্তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাহাড়ি-বাঙালি মিলেমিশে এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে আমাদের।</p> <p>গতকাল সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দীর্ঘ ১৭ বছর পর ওয়াদুদ ভুঁইয়ার নিজ এলাকা রামগড়ে এটিই বিএনপির বড় সমাবেশ। দুপুর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে সহস্রাধিক পাহাড়ি-বাঙালি অংশগ্রহণে বিএনপির এ সম্প্রীতি সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে।</p> <p>ওয়াদুদ ভুঁইয়া বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে জনগণকে কোণঠাসা করে রেখেছিল। জনগণ তাদের ভয়ে মুখ খুলতে পারেনি। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়।’ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ও সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।</p> <p>তিনি আরো বলেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ২৪-এর গণঅভ্যুত্থানে পুলিশ ও কিছু আমলা ছাড়া সবাই পরিবার-পরিজন নিয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। হাসিনা পুলিশ ও আমলা দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল।’ এ সময় তিনি বিএনপি বিগত ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতা থাকাকালীন উন্নয়ন ও পাহাড়ে সম্প্রীতির স্মৃতিচারণা করেন।</p> <p>খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঞার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোরশেদ ভূঁইয়া মিঠু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট করিম উল্লাহ, রামগড় উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশাহ, পৌর যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন শামীম, সনাতন সম্প্রদায়ের পক্ষে বাদল চক্রবর্তী ও কাজল দাশ বক্তব্য দেন। এ সময়  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ও হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন।</p>