ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

পাহাড়ি-বাঙালি মিলেমিশে এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে : ওয়াদুদ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
পাহাড়ি-বাঙালি মিলেমিশে এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে : ওয়াদুদ
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। ছবি : কালের কণ্ঠ

পাহাড়ি-বাঙালিদের মাঝে সম্প্রীতির বন্ধন স্থাপনের আহ্বান জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জান-মালের নিরাপত্তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাহাড়ি-বাঙালি মিলেমিশে এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে আমাদের।

গতকাল সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দীর্ঘ ১৭ বছর পর ওয়াদুদ ভুঁইয়ার নিজ এলাকা রামগড়ে এটিই বিএনপির বড় সমাবেশ।

দুপুর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে সহস্রাধিক পাহাড়ি-বাঙালি অংশগ্রহণে বিএনপির এ সম্প্রীতি সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে।

ওয়াদুদ ভুঁইয়া বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে জনগণকে কোণঠাসা করে রেখেছিল। জনগণ তাদের ভয়ে মুখ খুলতে পারেনি। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়।

বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়।’ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ও সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ২৪-এর গণঅভ্যুত্থানে পুলিশ ও কিছু আমলা ছাড়া সবাই পরিবার-পরিজন নিয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।

হাসিনা পুলিশ ও আমলা দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল।’ এ সময় তিনি বিএনপি বিগত ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতা থাকাকালীন উন্নয়ন ও পাহাড়ে সম্প্রীতির স্মৃতিচারণা করেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঞার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোরশেদ ভূঁইয়া মিঠু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট করিম উল্লাহ, রামগড় উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশাহ, পৌর যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন শামীম, সনাতন সম্প্রদায়ের পক্ষে বাদল চক্রবর্তী ও কাজল দাশ বক্তব্য দেন। এ সময়  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ও হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ রবিবার (২৭ এপ্রিল) ভোর রাতের দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে...

মন্তব্য

চাটমোহরে সড়কের পাশে পড়ে ছিল শিশুর মরদেহ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
শেয়ার
চাটমোহরে সড়কের পাশে পড়ে ছিল শিশুর মরদেহ
সংগৃহীত ছবি

পাবনার চাটমোহরে সড়কের পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছাইকোলা ব্রিজ সংলগ্ন এলাকায় ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি একই উপজেলার চরনবীণ গ্রামের সাবের মন্ডলের ছেলে।

আরো পড়ুন

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল শনিবার সন্ধ্যায় সে তার বাবার বাড়ি থেকে ছাইকোলা ব্রিজ সংলগ্ন দাদির বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয়। সন্ধ্যায় স্থানীয় একটি চা স্টলে চা খেয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল সে। পরে আজ রবিবার ভোরে স্থানীয় মুসল্লিরা স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে মশারি দিয়ে ঢেকে রাখা মাড়াই করা ভুট্টার ওপর সালমানের মাথা থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের জানান, রাতে হয়ত ওই মশারি দিয়ে ঢাকা ওই ভুট্টার ওপর ঘুমিয়ে পড়েছিল সালমান। ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতেই তার মৃত্যু।

আরো পড়ুন

গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি

গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি

 

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ‘ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং রাস্তার পাশে মাঝে মাঝেই ঘুমাত বলে তার বাবা-মা জানিয়েছেন। রাতের বেলায় কোনো যানবাহন তাকে চাপা দিয়ে থাকতে পারে। মরদেহ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় মৃত্যুর কারণ উল্লেখ করায় এবং স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সালমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
শেয়ার
চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
ছবি: কালের কণ্ঠ

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চাটমোহর স্টেশনের ১ কিমি পূর্বে জগতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজান প্রামাণিকের ছেলে।

আরো পড়ুন
প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ৬৭ খাল এখন নিশ্চিহ্ন

প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ৬৭ খাল এখন নিশ্চিহ্ন

 

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।

প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। আজ রবিবার সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার মুহূর্তে রাজশাহী থেকে ঢাকা গামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়  ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
শেয়ার
গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি
রংপুরের গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘর-বাড়ি। ছবি : কালের কণ্ঠ

রংপুরের গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে কয়েক শ কাঁচা-পাকা ঘরবাড়িসহ গাছপালা ও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। এতে উপজেলার ৯ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়টি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ঝড়ে উপজেলার ৯টি ইউনিয়নে ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি, গাছপালা, ধান, ভুট্টা নষ্ট হওয়ার পাওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

আরো পড়ুন
প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ৬৭ খাল এখন নিশ্চিহ্ন

প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ৬৭ খাল এখন নিশ্চিহ্ন

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে পশ্চিম দিক থেকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আঘাত হানে। উপজেলার গঙ্গাচড়া, কোলকোন্দ, বড়বিল, মর্ণেয়া, গজঘণ্টা, আলমবিদিতর, লক্ষীটারী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।

কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের ভ্যানচালক নুরজামান বলেন, ‘বাবা কি আর কইম? দুইটা ঘর দুই ঘরেই চাল উড়ি গেইছে। এখন খোলা আকাশের নিচোত আছি।

এই বাড়ি ঘর কেমনে ঠিক করিম। কেমনে চলিম?’

মর্ণেয়া ইউনিয়নের তালপট্টি এলাকার বাসিন্দা আজিবর বলেন, ‘ঝড়ে আমার  ঘর ভেঙে গেছে। ধান ও সবজি ক্ষেতের বেশ ক্ষতি হয়েছে।’

আরো পড়ুন
কাশ্মীর ইস্যুতে আদনান সামিকে বয়কটের ডাক

কাশ্মীর ইস্যুতে আদনান সামিকে বয়কটের ডাক

 

নোহালী ইউনিয়নের বালাপাড়া এলাকার মজিবর রহমান বলেন, ‘আমার ৪টা ঘর। চারটাই পরে গেছে।

এই চওয়াছোট নিয়া কেমনে থাকব? ভুট্টার ক্ষেতও নুইয়ে পড়ছে।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নের বেশ কয়েকটি ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে রাত থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, ‘ঝড়ে গাছপালার কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ধান ও ভুট্টাসহ বিভিন্ন ধরনের সবজির কিছুটা ক্ষতি হলেও ফসলের বড় ধরনের ক্ষতি হয়নি।’

রংপুর পল্লী বিদ্যুৎ এর আওতাধীন গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম আইযুব আলী বলেন, ‘কালবৈশাখী ঝড়ে উপজেলার ৯টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। অনেক জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। রাত ১০টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ সচল করতে রাত থেকেই কাজ চলছে।’

আরো পড়ুন
হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে বারিধারা জোনের আহ্বায়ক কমিটি ঘোষণা

হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে বারিধারা জোনের আহ্বায়ক কমিটি ঘোষণা

 

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই সময়ে বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ৮ নটিক্যাল মাইল। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে রিপোর্ট লেখার সময় পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ