<p>ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা করেন। </p> <p>নিক্সন চৌধুরী ছাড়াও মামলায় আসামি করা হয়েছে ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কাওসার ভুঁইয়া ও হাবিবুর রহমান হাবিব, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. ফাইজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৯ জন নেতাকর্মীকে। এছাড়া অজ্ঞাত ৪০-৫০ জনকেও আসামি করা হয়েছে।</p> <p>এজাহারে বলা হয়, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিটিং করছিলেন। এ সময় ওই এলাকায় এজাহার নামীয় আসামিরাসহ অজ্ঞাতনামা ৪০/৫০  জন ৩০/৩৫টি মোটরসাইকেল যোগে এসে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। ককটেলগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার পাশে বিস্ফোরিত হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। আশেপাশের লোকজন শব্দ শুনে এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যান। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বিস্ফোরিত তিনটি ককটেলের অংশ বিশেষ ও একটি অবিস্ফোরিত  ককটেল উদ্ধার করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শিক্ষার্থী আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731426417-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শিক্ষার্থী আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/12/1445875" target="_blank"> </a></div> </div> <p>এ ঘটনার প্রতিবাদে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন।</p> <p>ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ বলেন, ‘রবিবার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদের পাশের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।’ </p>