<p>ভোলায় কোস্ট গার্ডের অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও চারটি দেশীয় অস্ত্রসহ তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটক তিন ভাই ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিমুল্লাহ মালের ছেলে।</p> <p>আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- মফিজ মাল (৩৬), মো. মামুন মাল (২২) ও মো. শামীম মাল (১৯)।</p> <p>লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লাল শাপলার মোহনীয় রূপে সেজেছে তারাপুরের ফসলের মাঠ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731647693-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লাল শাপলার মোহনীয় রূপে সেজেছে তারাপুরের ফসলের মাঠ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446880" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো জানান, অভিযানে ওই এলাকা থেকে তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও চারটি দেশীয় অস্ত্র (চারটি রামদা) উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল। তাদের জব্দকৃত সব আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘূর্ণিঝড় সিডরের ১৭ বছর : এখনো অরক্ষিত রাঙ্গাবালী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731646463-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘূর্ণিঝড় সিডরের ১৭ বছর : এখনো অরক্ষিত রাঙ্গাবালী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446873" target="_blank"> </a></div> </div>