<p>রংপুরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের নাশকতা চেষ্টার মামলায় জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে মুক্তি দিয়েছেন আদালত।</p> <p>সোমবার (১৮ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।</p> <p>এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন। তিনি বলেন, গত ২০১৫ সালের ২৬ মে নগরীর কিষাণ হিমাগারের পূর্বদিকে আশিক ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ।এ অভিযানে আওয়ামী লীগ সরকার পতনে নাশকতা চেষ্টার অভিযোগে পীরগাছার মওদুদ হোসেন, মোতালেব হোসেন, মিঠাপুকুরের মিকাইল আনোয়ার, গঙ্গাচড়ার শরিফুল ইসলামসহ ১৭ জন জামায়াত ও শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।</p> <p>মামলায় তদন্তকারী কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এতে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে সোমবার আদালত তাদেরকে খালাস দেন।</p> <p>আইনজীবী জয়নাল আবেদীন আরো বলেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে করা এ মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের মামলা থেকে খালাস দেন। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।</p>