<p>সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করাইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ ও মামলাভুক্ত ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এই তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে হেরোইন ও মাদক ব্যবসায়ীদের অবৈধ অর্থ উদ্ধার করা হয় বলে সোমবার (১৮ নভেম্বর) জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেভাবে আসিফের গানে মডেল হচ্ছেন ‘ভাইরাল’ কন্যা সিঁথি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731942793-149ea76957e1e7ed85c2a7a266cf31f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেভাবে আসিফের গানে মডেল হচ্ছেন ‘ভাইরাল’ কন্যা সিঁথি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/18/1448102" target="_blank"> </a></div> </div> <p>আইএসপিআর জানায়, অভিযানের পর উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অবৈধ অর্থসহ গ্রেপ্তারদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।</p>