আবারও আলু রপ্তানি বন্ধ করল ভারত

হিলি সংবাদদাতা
হিলি সংবাদদাতা
শেয়ার
আবারও আলু রপ্তানি বন্ধ করল ভারত
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। এ কারণে আগামীকাল সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ হচ্ছে বলে জানা গেছে। এর আগে ২৬ নভেম্বর (মঙ্গলবার) হিলি বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত। পরে স্লপ বুকিং চালু হওয়ায় পুরনায় আমদানি হয় পণ্য দুটি।

আমদানিকারকরা জানিয়েছেন, আজ রবিবার পূর্বের স্লট বুকিং করা আলু আমদানি হয়েছে। নতুন করে স্লট বুকিং বন্ধ হয়ে যাওয়ায় আগামীকাল থেকে আলু আমদানি বন্ধ হয়ে যাবে।

তবে স্থলবন্দরটি দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তারা।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ করে ভারতের পশ্চিমবঙ্গ সরকার স্লট বুকিং বন্ধ করে দেয়।

স্লট বুকিং বন্ধ কারণে ভারত থেকে আলু আমদানি কমে আসে। ব্যবসায়ীদের পক্ষে থেকে স্লট বুকিং চালু করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন
রাজনীতিতে জড়াতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

রাজনীতিতে জড়াতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

 

হিলি স্থলবন্দরের আমদানিকারক নূর ইসলাম বলেন, দেশের বাজারে ভারতীয় আলু চাহিদা থাকায় ভারত থেকে আলু আমদারি করেন আমদানিকারকরা। পশ্চিমবঙ্গ সরকার আলু  রপ্তানির ওপরে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে।

এদিকে পূর্বে এলসি করা আলু আমদানি হচ্ছে। আজ রবিবার পাঁচ ট্রাক আলু আমদানি হয়েছে। আগামীকাল (সোমবার) ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ থাকবে। 

যতদিন ভারতে স্লট বুকিং চালু হবে না ততো দিন ভারত থেকে আলু আমদারি বন্ধ থাকবে বলে জানিয়েছেন নূর ইসলাম।

হিলি স্থলবন্দর আমদানিকারক শরিফুল ইসলাম বলেন, ভারতে স্লট বুকিং চালু না হওয়া পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি হবে না।

এদিকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকবে।

পূর্বের এলসি করা ডাইমন আলু বন্দরে ৫১ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। আর ইস্টিক আলু কেজিপ্রতি বিক্রি হয়েছে ৬০ থেকে ৬১ টাকা দরে।

আরো পড়ুন
রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত

রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত

 

কাস্টমস তথ্য মতে, আজ ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ছয় ট্রাক আলু আমদানি হয়েছে।

এদিকে আন্দবাজারের তথ্য অনুযায়ী, ভিন্‌রাজ্যে আলু ‘রপ্তানি’ নিয়ে জটিলতা না কাটলে সোমবার থেকে ধর্মঘটে নামার হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। এর জেরে মঙ্গলবার থেকে ফের খোলাবাজারে আলুর দামবৃদ্ধি নিয়ে আশঙ্কা তৈরি রাজ্যে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

খুলনা

কেএফসি-ডমিনো’স-বাটা শোরুম ভাঙচুর, ৩ মামলায় আসামি ৩ হাজার

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
কেএফসি-ডমিনো’স-বাটা শোরুম ভাঙচুর, ৩ মামলায় আসামি ৩ হাজার
সংগৃহীত ছবি

খুলনায় কেএফসি, ডমিনো’স ও বাটা শোরুমে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। তিন মামলায় মোট আসামির সংখ্যা প্রায় তিন হাজার। তবে আসামিরা সবাই অজ্ঞাতনামা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সোনাডাঙ্গা থানায় মামলা তিনটি দায়ের করেন ওই তিন প্রতিষ্ঠানের ম্যানেজাররা।

 

বুধবার (৯ এপ্রিল) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।

আরো পড়ুন
ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭২ জন গ্রেপ্তার : প্রেস সচিব

ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭২ জন গ্রেপ্তার : প্রেস সচিব

 

ওসি বলেন, হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে ময়লাপোতার কেএফসি’র ম্যানেজার সুজন মন্ডল বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ধারী ৭/৮শ’ জন, ডমিনোজ পিজ্জার পক্ষে শামসুল আলম আর একটি মামলায় ৭/৮শ জন এবং শিববাড়ি মোড়ের বাটা শোরুমে ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ধারী ১২/১৩শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে, গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কেডিএ এভিনিউ সড়কের কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শোরুমে হামলা ও লুটপাট করে বিক্ষুব্ধরা। 

আরো পড়ুন
ধসে পড়ল নাইটক্লাবের ছাদ, নিহত ৯৮

ধসে পড়ল নাইটক্লাবের ছাদ, নিহত ৯৮

 

এসময় কেএফসি ভবনের গ্লাস ভাঙচুর করা হয়।

পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী, টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করা হয়। অনুরূপভাবে বাটার শো রুম থেকে জুতা লুটপাট করা হয়।

এ ঘটনায় পরদিন পুলিশ ৩১ জনকে গ্রেপ্তারও করে। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে বলেও জানান কেএমপির মিডিয়া সেলের কর্মকর্তারা।

মন্তব্য

সেই অবন্তিকার মৃত বাবাকে অধ্যক্ষ পদে পদায়ন

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
সেই অবন্তিকার মৃত বাবাকে অধ্যক্ষ পদে পদায়ন
২০২০ সালে স্ত্রী ও একমাত্র মেয়ে অবন্তিকার সঙ্গে অধ্যাপক মো. জামাল উদ্দিন। ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের স্নাতকের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত অধ্যাপক বাবাকে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এরই মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়েছে। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়।

পদায়নকৃতদের মধ্যে অবন্তিকার বাবা মোহাম্মদ জামাল উদ্দিনকে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন অবন্তিকার মা তাহমিনা শবনম।

আরো পড়ুন
গান ও অভিনয় দুটিই উপভোগ করি : শিবলু

গান ও অভিনয় দুটিই উপভোগ করি : শিবলু

 

সূত্র জানায়, তিনটি তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘মো. জামাল উদ্দিন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত অবস্থায় ২০২৩ সালের ১২ এপ্রিল মারা যান।’

এদিকে অবন্তিকার মা তাহমিনা শবনম বলেন, ‘তালিকা প্রকাশের পরই প্রজ্ঞাপনটি আমার হাতে আসে। অবন্তিকার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। শিক্ষকতা ছাড়াও আরো অন্য ৭টি সংস্থায় চাকুরীর সুযোগ পেয়েও তিনি শিক্ষকতাকে বেছে নেন।

জীবনে তোষামোদী ও তদবির করতেন না বলেই আরো আগেই অধ্যাপক পদে পদোন্নতি পেলেও আমৃত্য অধ্যক্ষ পদে তার পদায়ন হয়নি, এটা তার জন্য দুর্ভাগ্যজনক বিষয়।

তিনি আরো বলেন, ‘তিনি (স্বামী) মারা যাওয়ার প্রায় ২ মাস পর একটি গোয়েন্দা সংস্থা থেকে পদোন্নতির বিষয়ে কিছু তথ্য জানতে চাওয়া হয়। তখন আমি বলেছিলাম যার পদোন্নতির জন্য তথ্য জানতে চাওয়া হচ্ছে, তিনি মারা গেছেন। কিন্তু এর পরও হয়তো ভুলে আমার মৃত স্বামীকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।’

আরো পড়ুন
অপহরণের পর ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি, উদ্ধার করল যৌথবাহিনী

অপহরণের পর ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি, উদ্ধার করল যৌথবাহিনী

 

তাহমিনা আক্ষেপ করে বলেন, আমার স্বামী তার প্রাপ্য সুসংবাদ দেখে যেতে পারল না।

মেয়েও তার শিক্ষা জীবনের সুখবরটি জানতে পারেনি। গত বছরের ১৯ মে অবন্তিকার স্নাতকের (এলএলবি অনার্স) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে সিজিপিএ ৩ দশমিক ৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় স্থান অধিকার অর্জন করেছিল।

গত বছরের ১৫ মার্চ রাতে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার বাসায় রশিতে ঝুলে আত্মহত্যা করেন অবন্তিকা। ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর (সাময়িক বরখাস্ত) দ্বীন ইসলামের বিরুদ্ধে হয়রানি ও উৎপীড়নের নানা অভিযোগ করেন। এতে আত্মহত্যার প্ররোচনার প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা জামিনে রয়েছেন।

জবি সূত্রে জানা গেছে, জবি প্রশাসনের গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুসারে জড়িতদের বিরুদ্ধে জবির বিধি অনুসারে শাস্তি কার্যকরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

আটপাড়ায় ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
আটপাড়ায় ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ
সংগৃহীত ছবি

নেত্রকোনার আটপাড়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ শিশুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম অন্তর মিয়া (২১)।

তিনি নারাচাল গ্রামের রোকন মিয়ার ছেলে। 

আরো পড়ুন
গান ও অভিনয় দুটিই উপভোগ করি : শিবলু

গান ও অভিনয় দুটিই উপভোগ করি : শিবলু

 

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত অন্তর মিয়া গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ ওই শিশুটির ঘরে ঢোকেন। খালি ঘর পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান অন্তর।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটির প্রাথমিক চিকিৎসা শেষে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। 

আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে যাই। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি।

অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।’

মন্তব্য
বিজয়নগর

সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ
নিহত মুরাদুর রহমান মুন্না। সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবক বিএসএফ-এর নির্যাতনে মারা গেছে বলে অভিযেগ পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, মুন্নাকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রাখা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত মুন্না ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে তার লাশ রাখা হয়েছে।

আরো পড়ুন
২ বছরে কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়েছে ৩৭ শতাংশ

২ বছরে কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়েছে ৩৭ শতাংশ

 

নিহতের স্বজনরা জানান, বিকেলের দিকে মুন্না তার ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায় তারা।

এসময় বিজিবি সদস্যরা টহলে গেলে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্নার স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেন, 'সীমান্তের কাছে আমাদের জমিতে সবজি চাষ করা হয়। বিকেলে আমার স্বামী সেই সবজি ক্ষেত দেখতে যায়।

অনেক সময় পার হলেও না আসায় আমি খোজাখুজি শুরু করি। পরে একজন ফোন দিয়ে জানায় বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমি ঘটনাটি জানাই, তারপরও তার সন্ধ্যান পাচ্ছিলাম না। অনেক পর আমার স্বামীকে আহত অবস্থায় পাই। বিএসএফ তাকে মারধর করেছে বলে জানায়।
'

বড় বোন আমেনা খাতুন বলেন, 'সন্ধ্যায় বিজিবি খবর দিলে ধানক্ষেত থেকে আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।'

তিনি বলেন, 'আমার ভাইয়ের এক সন্তান প্রতিবন্ধী। এখন এই পরিবারের দেখাশোনা কে করবে? বিএসএফ আমার ভাইকে ডেকে নিয়ে মারধর করে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।'

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: আরাফাত বলেন, 'হাসপাতাল আনার পর আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'

আরো পড়ুন
অপহরণের পর ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি, উদ্ধার করল যৌথবাহিনী

অপহরণের পর ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি, উদ্ধার করল যৌথবাহিনী

 

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সাংবাদিকদের জানান, 'ঘটনাটির তদন্ত চলছে। ওই যুবক কী কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন বা বিএসএফ তাকে ধরেছিল কি না, না অন্য কেও মেরেছে তা জানা যায় নি।'

মন্তব্য

সর্বশেষ সংবাদ