ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে বিএসএফের মারধরে মুরাদুর রহমান মুন্না নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, মুন্নাকে ডেকে নিয়ে পিটিয়ে আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রাখা হয়। পরে তিনি মারা যান। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
বিজয়নগর
সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নিহতের স্বজনরা জানান, বিকেলের দিকে মুন্না তার ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়।
মুন্নার স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেন, 'সীমান্তের কাছে আমাদের জমিতে সবজি চাষ করা হয়।
নিহতের বড় বোন আমেনা খাতুন বলেন, 'সন্ধ্যায় বিজিবি খবর দিলে ধানক্ষেত থেকে আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।'
তিনি বলেন, 'আমার ভাইয়ের এক সন্তান প্রতিবন্ধী। এখন এই পরিবারের দেখাশোনা কে করবে? বিএসএফ আমার ভাইকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।'
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আরাফাত বলেন, 'হাসপাতাল আনার পর আমরা তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করি। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সাংবাদিকদের জানান, ঘটনাটির তদন্ত চলছে। ওই যুবক কী কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন বা বিএসএফ তাকে ধরেছিল কি না, নাকি অন্য কেউ মেরেছে তা এখনো জানা যায়নি।
সম্পর্কিত খবর

চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাং গোয়েন্দা জালে
চাঁদপুর প্রতিনিধি

প্রতিপক্ষ আরেকদল কিশোর গ্যাংয়ের ওপর হামলার আগেই ধরা পড়ল একপক্ষ। হামলার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই কিশোর গ্যাংয়ের অবস্থান। কিন্তু তার আগেই গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্য।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৮টায় চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড় থেকে তাদেরকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপপরিদর্শক জালাল উদ্দীন ঘটনাস্থলে পৌঁছেন।
এরই মধ্যে কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্য দৌড়ে পালিয়ে গা-ঢাকা দেয়। তবে চাপাতি, হাঁসুয়া ও ছোরা- এমন ৮টি দেশীয় অস্ত্রশস্ত্রসহ ধরা পড়ে ৩ জন।
তারা হচ্ছে- শিপন (১৯) আবু হোসেন (১৮) এবং ফারহান আহমেদ (১৯)।
রাতে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, আটককৃতরা গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছে- প্রতিপক্ষ আরেকদল কিশোর গ্যাং ডাকাতিয়া নদীর পাড়ে জমায়েত হবে।
পুলিশ সুপার আরো জানান, সমাজে বখে যাওয়া এসব কিশোর গ্যাং নির্মূল করতে পুলিশ তৎপর রয়েছে। এই জন্য শান্তিপ্রিয় সাধারণ মানুষের সহযোগিতা এবং কিশোর গ্যাং সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা প্রদানের অনুরোধও জানান তিনি।
এদিকে, রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক মাস ধরে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলছিল।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আটক ৩
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩-৫টা পর্যন্ত রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়া এলাকায় মহড়া দেয় তারা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক।

পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
ময়মনসিংহ থেকে মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসা করুণা রানী সাহা বলেন, 'এমন পরিস্থিতি দেখে মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হলেও এখানে ভর্তি করাব কি না, তা দ্বিতীয়বার ভাবতে হবে।
নগরীর তালপুকুরপাড় এলাকার বাসিন্দারা জানায়, বিকেলে ১০০-১৫০ কিশোর ছেনি, রামদা ও চাপাতি হাতে এলাকায় আসে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

গণঅভ্যুত্থানে শহীদ জাহিদের ভাইয়ের পাশে দাঁড়ালেন তারেক রহমান
আবদুল আলিম নামে এক অটোরিকশাচালক বলেন, একদল কিশোর হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। প্রায়ই তারা রাস্তায় নামে।
অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা নগরীতে কমপক্ষে কুড়িটি কিশোর গ্যাং আধিপত্য বজায় রাখতে প্রায়ই শক্তির মহড়া দেয়। এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের বেশির ভাগ নিম্ন আয়ের পরিবারের সন্তান। অভিভাবকদের শাসন না মেনে বখাটে হয়ে তারা কিশোর গ্যাংয়ে যোগ দিয়ে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের নেতারা এদের ব্যবহার করে থাকেন।

ট্রান্সফরমারে ডিভাইস, খাঁচাবন্দি মিটার তবুও থামছে না চুরি
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পুলিশ অভিযানে নেমেছে। দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত। বিস্তারিত পরে জানানো হবে।

পঞ্চগড় সদর হাসপাতালে রোগী দেখেন ফার্মাসিস্ট (ভিডিওসহ)
অনলাইন ডেস্ক

নাম তার আধুনিক সদর হাসপাতাল। ভবন দেখেও বুঝার উপায় নেই এর ভেতরে আধুনিকতা তো দূরের কথা স্বাভাবিক চিকিৎসার ব্যবস্থাও নেই। পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতালের এই ভবনের পাশেই নির্মিত হচ্ছে ২৫০ শয্যার ব্যয়বহুল আরেকটি ভবন।
বিস্তারিত ভিডিওতে প্রতিবেদনে...
।

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নারী আটক
মহেশপুর ( ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফাল্গুনী রায় (২৮) নামে এক ভারতীয় নারীকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লাপাড়া গ্রামের মাঠে তামাক ক্ষেতের মধ্য থেকে তাকে আটক করা হয়।
আটক ফাল্গুনী ভারতের উত্তর চব্বিশ পরগুনার নদীয়া জেলার বনগাঁও থানার টেংরা কলোনি গ্রামের। তার বাবার নাম বিশ্বনাথ রায়ে।
শুক্রবার রাত ৯ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, কুমিল্লাপাড়ায় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে কুমিল্লাপাড়া গ্রামের মাঠে তামাক ক্ষেতের ভেতর থেকে ভারতীয় নারীকে আটক করা হয়। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।