<p style="text-align:justify">বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুরসহ (৫০) তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সড়ক ও জনপদ বিভাগ এবং সরকারি খাস জমি কাগজ জাল-জালিয়াতির মাধ্যমে বিক্রির প্রতারণা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।  </p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হকের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।</p> <p style="text-align:justify">আদালত সূত্র জানায়, দণ্ডবিধির ১৮৬০ সনের ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০/৪০৬/১০৯ ধারা দায়েরকৃত মামলায় দীর্ঘ শুনানি শেষে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হকের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।</p> <p style="text-align:justify">স্থানীয়রা জানান, বান্দরবান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য থাকাকালীন নিয়োগ বাণিজ্য, টেন্ডার ভাগাভাগি এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বাণিজ্য করে গত ১৫ বছরে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন নিরীহ সহজ-সরল মানুষের ভূমি জবর দখল নিয়েছেন।</p> <p style="text-align:justify">তবে ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের দিন থেকে তিনি পলাতক রয়েছেন। বন্ধ রাখা হয়েছে তাদের মোবাইল ফোন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে থানায় পৃথক দুটি মামলাও রয়েছে।</p>