চট্টগ্রামে বিজয় মেলায় উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে বিজয় মেলায় উপচে পড়া ভিড়
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় উপচে পড়া ছিল। ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামে বিজয় মেলা জমে উঠেছে। এবার ছয় দিনব্যাপী বিজয় মেলার প্রথম দুই দিনের তুলনায় শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় উপচে পড়া ছিল। 

চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বিজয়ের মাসে নগরের আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা হয়ে আসছে। এর আগে সার্কিট হাউজ মাঠে বিজয় মেলার আয়োজন করা হয়েছিল।

গত বছর চট্টগ্রামে বিজয় মেলা অনুষ্ঠিত হয়নি। এবারের বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে পুরোনো সার্কিট হাউজ মাঠে। গত বুধবার সকালে ছয় দিনের মেলা শুরুর পর থেকে ক্রমে মেলা জমে উঠছে।

প্রথম দুই দিন বিকেল থেকে মানুষের ভিড় থাকলেও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সকাল থেকে মেলায় লোকজন আসতে শুরু করে।

বিকেলের আগেই বিজয় মেলায় হাঁটার পথ নেই। ভিড়ের কারণে প্রবেশপথে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এদিকে মেলা ঘিরে ভিড়ের কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।

নগরের চকবাজার থেকে আসা আশরাফ হোসেন নামের এক ব্যক্তি বলেন, আমাদের পরিবারের সবাই মেলায় এসেছি।

মেলা ঘুরে দেখব এবং কিছু কেনাকাটা করব। খুব ভালো লাগছে।

জসিম নামের এক বিক্রেতা বলেন, গত বছর মেলা না হওয়ায় আমাদের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। গৃহস্থালি সামগ্রী কিনতে অনেকে আসছেন। আজকে (গতকাল) বিক্রি খুব ভালো হয়েছে।

আশা করি, আগামী তিনদিনও ভালো বিক্রি হবে।

মেলায় মাটির জিনিস, কুটির শিল্প, হাঁড়ি-পাতিল, খেলনা, ওড়না, থ্রি পিস, চুড়ি, ইমিটেশনের গহনা, ব্লেজার, শীতের পোশাক, মুড়ি মুড়কি, চটপটি, ফুচকা, বগুড়ার দই, ব্যাগ, পাপোসসহ বিভিন্ন ধরনের সামগ্রীর শতাধিক স্টল রয়েছে। এর মধ্যে শীতের পোশাক ও খাবার দোকানগুলোতে ভিড় বেশি।

বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্যসচিব আহমেদ নেওয়াজ জানান, চট্টগ্রামে ১৯৮৯ সালে যেখানে বিজয় মেলা শুরু হয়েছিল, সেখানে এবারের বিজয় মেলা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীকের ইচ্ছায় এবারের মেলার আয়োজন। সরকার এবার মেলা আয়োজনে অনেক সহযোগিতা করেছে।

তিনি বলেন, বায়ান্ন, উনসত্তর, একাত্তর, নব্বই, চব্বিশে কী হয়েছিল সেই বিষয়গুলো প্রজন্মকে জানানোর জন্য এই মেলার আয়োজন। এখানে আমাদের অনেক স্মৃতি।

ছয় দিনের এই বিজয় মেলার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ এই শিরোনামে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। প্রতিদিনের আয়োজনে রয়েছে আলোচনাসভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথামালা, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র গণ-অভ্যুত্থান ও ২৪’র গণ অভ্যুত্থানের মূল্যবোধবিষয়ক স্মৃতিচারণ।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জিসান (২৭) ও আব্দুল কাদির (৩০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার রুপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি।

দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জিসান নারায়ণগঞ্জ মহানগরীর নাসিক ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কাদির ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে জিসান ও তার সহযোগীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে লাঠি হাতে মহড়ায় নামে এবং আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের অন্যতম সহযোগী।

মন্তব্য

চট্টগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীর ঝটিকা মিছিল, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীর ঝটিকা মিছিল, আটক ১
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরী মিছিল করেছে। শুক্রবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে বিভিন্ন দাবিতে ব্যানার-ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল করেছেন। তবে এ সময় সেখানে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায়নি। প্রকাশ্য মিছিল করে ব্যানার ফেস্টুন রেখে চলে গেছেন মিছিলকারীরা।

 

এদিকে, একইদিন দুপুরে নগরের পাঁচলাইশ এলাকার ও.আর.নিজাম সড়ক থেকে মিছিলের প্রস্তুতিকালে আবদুল্লাহ আল ফাইয়াজ নামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানান, গ্রেপ্তার ফাইয়াজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায়। তিনি মালেয়শিয়ার কুয়ালালামপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে সাইবার সিকিউরিটি নিয়ে স্নাতক করছেন।  

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ফাইয়াজের মোবাইল ফোনে হিযবুত তাহরীরের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে

মন্তব্য

এই দেশ কারও পৈতৃক সম্পত্তি না, দেশের মালিক জনগণ : হাসান সরকার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
এই দেশ কারও পৈতৃক সম্পত্তি না, দেশের মালিক জনগণ : হাসান সরকার
ইফতার মাহফিলে কথা বলছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের জন্য একজন মুসলিম হয়েও খোলা জায়গায় বসে প্রকাশ্যে নেতাকর্মী নিয়ে ইফতার করতে পারিনি। তাদের অত্যাচারের ফল আজ তারা ভোগ করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করেছিল। তাই জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

মনে রাখতে হবে এই দেশ কারও পৈতৃক সম্পত্তি না। এই দেশের মালিক জনগণ। সুতরাং জনগণের আশা আকাঙ্খার বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারেনি, পারবেও না।

বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, কোনো চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ীর স্থান বিএনপিতে হবে না।

কেউ এধরনের অপকর্মের সাথে জড়িত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন
ভারতীয় ব্লেডসহ গ্রেপ্তার ২

ভারতীয় ব্লেডসহ গ্রেপ্তার ২

 

শুক্রবার (২১ মার্চ) টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে স্থানীয় অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহাবুব আলম শুক্কুর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপি আহবায়ক প্রভাশক বশির আহম্মদ।

৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাকেরের সঞ্চালনায় অনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামাল উদ্দিন, খোরশেদ আলম, হারুন অর রশীদ, আব্দুর রহমান বাবু, লোকমান হোসেনসহসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য

ভারতীয় ব্লেডসহ গ্রেপ্তার ২

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
ভারতীয় ব্লেডসহ গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে আসা ২৪ হাজার পিস ভারতীয় জিলেট ব্লেডসহ দুইজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত ব্লেডের মূল্য বাংলাদেশি টাকায় এক লাখ ৪ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে আদালতে আদালতে পাঠানো হয়েছে। 

আটকরা হলেন, পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার ঘোঁড়াগাও গ্রামের ফজল মিয়া (৩০) ও একই উপজেলার গৌরীপুর গ্রামের বাচ্চু মিয়া (৪০)।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোদারীয়া চৌরাস্তা এলাকা দিয়ে ভারতীয় ব্লেড পাচার করা হচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজল মিয়া পালানোর চেষ্টা করে তবে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

পরে তার সঙ্গে থাকা দুইটি বস্তা থেকে ১৬ হাজার পিস ভারতীয় ব্লেড জব্দ করা হয়। অপরদিকে শুক্রবার সকালে একই সড়কের শিমুলতলী বাজার এলাকায় এক বস্তা থেকে আরো ৮ হাজার পিস ভারতীয় ব্লেডসহ বাচ্চু মিয়াকে আটক করা হয়।

পুলিশ আরো জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে দীর্ঘদিন ধরেই ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় তৈরী ব্লেড বাংলাদেশে এনে বিক্রি করে আসছিলো তারা।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে আটকদের আদালতে সোর্পদ করা হয়েছে।

আমাদের পুলিশেরচেক পোস্ট চলমান আছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ