<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। সারা দেশের মতো পরিবর্তনের ছোঁয়ায় বদলে যায় নাটোর শহরের প্রতিটি দেয়ালের রূপ। প্রতিবাদের চিত্রগুলো গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলেন বিপ্লবী শিক্ষার্থীরা। সেইসব গ্রাফিতির মধ্যে রাতের আঁধারে কয়েকটি স্থানে 'জয় বাংলা' স্লোগান লেখা দেখা গেছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপিকর্মী মকবুল হত্যা : রিমান্ড শেষে নজিবুর কারাগারে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735119392-bbd29a287c2bab18c0e61764f948c26f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপিকর্মী মকবুল হত্যা : রিমান্ড শেষে নজিবুর কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/25/1461199" target="_blank"> </a></div> </div> <p>মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে কে বা কারা নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, নাটোর পৌরসভা, উপজেলা পরিষদ এবং পানাশী কার্যালয়ের সামনে এই স্লোগান লিখে। সকালে লোকজন এ ধরনের লেখা দেখে একটু বিস্মিত হন। ঘটনাটি জানাজানি হওয়ার পর পরেই সংশ্লিষ্ট অফিসগুলো এই লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ নিয়েছে। </p> <p>স্থানীয়রা জানায়, গ্রাফিতের মধ্যে ‘জয় বাংলা’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয়রা। জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারে না এমন কোন অপশক্তিই এসব করেছে বলে ধারণা তাদের। শহরের কোথাও কোথাও এ লেখা মোছার কাজ চলছে। বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি।</p> <p>তবে জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুবায়ের হোসেন জনি বলেন, ‘জনমনে ভীতি তৈরির জন্যই এ ধরনের অপকৌশল নেওয়া হয়েছে।’</p>