<p style="text-align:justify">মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন কাজী বিপ্লব হাসান। ভোটগ্রহণের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাখাওয়াত হোসেন মানিক। ৯ সদস্যবিশিষ্ট কমিটিতে ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। ৩টি পদে ভোট গ্রহণ করা হয়।</p> <p style="text-align:justify">আজ রবিবার দুপুর ২টা থেকে শহরের খালইস্ট এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ৮৬ জন ভোটারের মধ্যে ৩টি পদে ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত হোসেন মানিক সরাসরি ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রুবেল পেয়েছেন ১৮ ভোট।</p> <p style="text-align:justify">এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু সাঈদ সৌরভ পেয়েছেন ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফ পেয়েছেন ১৩ ভোট ও সাধারণ সদস্য পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মাসুদ হাসান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম পেয়েছেন ২৯ ভোট।</p> <p style="text-align:justify">বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে কাজী বিপ্লব হাসান, সহসভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ দেওয়ান, প্রচার সম্পাদক মো. শাহআলম।</p>