<p>ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিশান আহমেদ শাওন হাতিতে চড়ে বিয়ে করতে যাওয়া নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমলোচনার ঝড় বইছে।</p> <p>বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) উপজেলার নবগ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>জানা যায়, ছাত্রলীগ নেতা নিশান হাতির পিঠে চড়ে বিয়ে করতে যায় নবগ্রামের এক মেয়েকে। তার সঙ্গে ঘোড়ার গাড়িসহ অন্যান্য যানবাহনে প্রায় ছয় শতাধিক ব্যক্তি বরযাত্রায় অংশ নেয়।</p> <p>এদিকে ছাত্রলীগ নেতা নিশানের এরকম বিয়ের আয়েজনে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই।</p> <p>জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিভিন্ন দপ্তরের টাকা লুটপাট করে খেয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিশান। ওই টাকা খরচ করে ধুমধাম করে বিয়ে করেছে সে। একজন নিষিদ্ধ সংগঠনের নেতা এ ধরনের বিয়ের আয়োজন করেছে সেদিকে পুলিশের নজর দেওয়ার প্রয়োজন ছিল। সেখানে তো নাশকতামূলক অনেক পরিকল্পনা হতে পারে।</p> <p>জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলেন, সন্ত্রাসী কার্যকলাপের জন্য বিজ্ঞ আদালত ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। সেই নিষিদ্ধ সংগঠনের একজন নেতার বিয়ে এমন এলাহী কাণ্ডে হচ্ছে সেদিকে স্থানীয় প্রশাসনের নজর দেওয়া উচিত ছিল।</p> <p>এ বিষয়ে জানতে শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিশান আহমেদ শাওনের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।</p> <p>এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান কোনো মন্তব্য করতে রাজি হননি। </p>