<p>বিয়ের সাজ নিয়ে ইতোমধ্যেই চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন হবু কনেরা। সঙ্গে চলছে মনের মতো মেহেদির ডিজাইনের খোঁজ। আজকাল বিয়েতে মেহেদির জনপ্রিয়তা অনেক বেড়েছে। তাই তো অধিকাংশ কনেই বিয়ের আগের দিন দুই হাত ভরে মেহেদি পরেন। হাত সাজিয়ে তোলেন ভালোবাসার রঙে।</p> <p>অনেকে আবার এমন কথাও বলেন, হাতের মেহেদি যত গাঢ় হয়, ততই নাকি বরের সঙ্গে প্রেম আরো গভীর হয়! কিন্তু হাতের মেহেদি গাঢ় করতে কী করণীয়, তা জানেন না অনেকেই। তাই তো আজ হবু কনেদের জন্য বিশেষ কিছু উপায়ের সন্ধান দেওয়া হলো। এসব পদ্ধতিতে দুই হাত জুড়ে গাঢ় মেহেদি পাবেন কনেরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে মুখভর্তি ব্রণ, মেকআপের মাধ্যমে ঢাকবেন যেভাবে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735646947-3721339d41dca51727dee9d8430b42df.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে মুখভর্তি ব্রণ, মেকআপের মাধ্যমে ঢাকবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/31/1463408" target="_blank"> </a></div> </div> <p><strong>প্রথম পদ্ধতি</strong></p> <p>মেহেদি শুকিয়ে গেলে হাত পরিষ্কার করে নিন। এবার একটি সসপ্যানে ২-৩টি লবঙ্গ দিয়ে গরম করে ফেলুন। লবঙ্গ গরম হওয়ার পরে ধোঁয়া উঠতে শুরু করবে। সেই ধোঁয়ায় হাত সেঁকে নিন। হাতের তালুর প্রতিটি অংশে লবঙ্গের ধোঁয়া যাতে পৌঁছায়, সেদিকে খেয়াল রাখুন। এতে আপনার গাঢ় হবে মেহেদি।</p> <p><strong>দ্বিতীয় পদ্ধতি</strong></p> <p>একটি পাত্রে পরিমাণ মতো লেবুর রস নিয়ে তাতে ২-৩ চামচ চিনি মেশান। এই ২ উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। মেহেদি শুকিয়ে এলে একটি কটন বল এই মিশ্রণে ভিজিয়ে ধীরে ধীরে হাতে লাগান। জোরে জোরে ঘষবেন না। এতে মেহেদি উঠে আসতে পারে। পরে ৩০ মিনিট অপেক্ষা করে হাত পরিষ্কার করে নিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মেহেদি নকশায় নতুনত্ব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/04/03/1712259995-ac3f3840e1cba195301237541e7545c6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মেহেদি নকশায় নতুনত্ব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/feature/eid-special-2024/2024/04/05/1377055" target="_blank"> </a></div> </div> <p><strong>তৃতীয় পদ্ধতি</strong></p> <p>মেহেদির রং গাঢ় করার জন্যে সরিষার তেল বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তাই মেহেদি শুকিয়ে এলে হাত পরিষ্কার করার পর সরিষার তেল লাগিয়ে মালিশ করে নিন। এতে মেহেদির রং গাঢ় হবে পরিবর্তন চোখে পড়বে কয়েক ঘণ্টা পর থেকেই।</p> <p><strong>চতুর্থ পদ্ধতি</strong></p> <p>ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। এই তেলের গুণে মেহেদির রং গাঢ় হয়! তবে ব্যবহারের নিয়মটিও জেনে নেওয়া জরুরি। মেহেদির রং গাঢ় করতে নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। তারপর তা হাতে মালিশ করে নিন। এতেই কাঙ্খিত ফল মিলবে।</p> <p>এ ছাড়া যে বিষয়গুলো মাথায় রাখতে হবে,</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিয়ের মেহেদির রং শুকানোর আগেই সড়কে গেল যুবকের প্রাণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735027480-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিয়ের মেহেদির রং শুকানোর আগেই সড়কে গেল যুবকের প্রাণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460802" target="_blank"> </a></div> </div> <ul> <li>হাত পরিষ্কার করে নিতে ভুলবেন না।</li> <li>হাতে যেন কোনো তেল বা ময়শ্চারাইজার না মাখা থাকে।</li> <li>মেহেদি পরার পরে অন্তত দুই ঘণ্টা হাতের কোনো কাজ করবেন না।</li> <li>মেহেদি শিল্পীর সঙ্গে নিজের পছন্দের ডিজাইন নিয়ে কথা বলে নেবেন।</li> </ul>