<p>কুষ্টিয়ায় পনের মিনিটের ব্যবধানে মোবাইল ফোনের দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাশাপাশি দুটি দোকানের তালা ভেঙে প্রায় এক কোটি টাকা মূল্যমানের ২২৪টি এনড্রয়েড ফোন চুরি করেছে সংঘবদ্ধ চোরের দল।</p> <p>রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ চুরির ঘটনা ঘটে।</p> <p>পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, শহরের পাঁচ রাস্তার মোড় সংলগ্ন তজিম উদ্দিন সুপার মার্কেটের ‘আরএস টেলিকম’ নামক ফোনের দোকানে সকাল ৮টার দিকে ৭-৮ জনের সংঘবদ্ধ চোরের দল হানা দেয়। এসময় তারা তাৎক্ষণিক ওই দোকানের তালা ভেঙে ৯০টি এনড্রয়েড ফোন চুরি করে নেয়। চুরির পর ওই দোকানটিতে নতুন তালা ঝুলিয়ে দেয় চোরের দল। এরপর একই দিন সকাল সোয়া ৮টার দিকে চৌধুরী সুপার মার্কেটের ‘এক্সচেঞ্জার’ নামক অপর ফোনের দোকানে একই কায়দায় তালা ভেঙে ১৩৪টি এনড্রয়েড মোবাইল চুরি করে চোরের দল। </p> <p>আরএস টেলিকম নামক দোকানের মালিক ইমরান চৌধুরী জানান, আমার দোকানের ৯০টি মোবাইল ফোন চুরি হয়েছে। চুরি যাওয়া ওই ফোনগুলোর আনুমানিক মূল্য ২০-৩০ লাখ টাকা। অপরদিকে এক্সচেঞ্জার নামক ফোনের দোকান মালিক রাশেদ মাহমুদ জানান, আমার দোকান থেকে ৫০-৬০ লাখ টাকার ১৩৪টি মোবাইল ফোন চুরি হয়েছে। দুটি দোকান থেকে চুরি যাওয়া ২২৪টি মোবাইল ফোনের আনুমানিক দাম প্রায় এক কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত দুটি দোকানের মালিক জানান। </p> <p>চুরির সময় দুটি মার্কেটের প্রহরীরা রাতের ডিউটি শেষে রবিবার ভোর ৬টায় কর্মঘণ্টা শেষ করে বাড়ি চলে যান। এসময় বিপণী বিতান দুটিতে কোনো নিরপাত্তা প্রহরী ছিল না। এ ছাড়া শীতের কুয়াশাচ্ছন্ন সকালে দুটি বিপণী বিতানের শতাধিক দোকান-পাটের সবগুলোই ছিল বন্ধ। সিসি ফুটেজ পর্যবেক্ষণে এসব তথ্য পাওয়া গেছে। </p> <p>রবিবার সকাল ১০টার দিকে মালিকরা দোকান খুলতে আসার পর সংঘটিত চুরি ঘটনাটি ধরা পড়ে। ঘটনার পর থেকে ওই দোকান  ‍দুটি ছিল তালাবদ্ধ। </p> <p>উল্লেখ্য, গত ১০-১২ দিন আগে একই কায়দায় চুয়াডাঙ্গা জেলা শহরে দোকানের তালা ভেঙে চোরের দল ২০০টি মোবাইল ফোন চুরি করেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।<br />  <br /> এদিকে খবর পেয়ে কুষ্টিয়া সদর মডেল থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় চোরচক্রের সহয়তায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোরের দল এ ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে চুরি যাওয়া ফোন উদ্ধার কিংবা ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনো আটক করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। </p> <p>কুষ্টিয়া সদর মডেল থানার ওসি শেহাবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্তে মাঠে নেমেছে। চুরি ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দের চেষ্টা চলছে।</p>