ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার (২ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এ তিনজনকে আটক করে বিএসএফ। তারা সীমান্ত পিলার নম্বর ৩৬৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের ওয়ালীগড় এলাকায় অবস্থান করছিল।
আরো পড়ুন
বাবার ট্রাক্টরের নিচে সন্তান, অতঃপর...
আটক হওয়া তিন বাংলাদেশি নাগরিক হলেন— স্বাধীন পালের ছেলে তুলান পাল, দুখু সিংহের ছেলে মিঠুন সিংহ, মেঘলাল চন্দ্র সিংহের ছেলে মনো হরি চন্দ্র সিংহ। তুলান পাল ও মিঠুন সিংহ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহেড়ী বাজার এলাকার বাসিন্দা। অন্যদিকে, মনোহরি চন্দ্র সিংহ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া গ্রামের বাসিন্দা।
বিজিবির পক্ষ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা সম্ভব হয়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়।
আরো পড়ুন
শর্ত দিয়ে সয়াবিন তেল বিক্রির অভিযোগ
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল ও সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। বিজিবির এই উদ্যোগ সীমান্ত নিরাপত্তা ও দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।