রাজশাহী রেলস্টেশনে ক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাজশাহী রেলস্টেশনে ক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর
সংগৃহীত ছবি

রেলওয়ে রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার ভোর থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা। পরে তারা টিকিটের টাকা ফেরত নিয়ে রেলস্টেশন ছাড়েন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়সাল বিন আহসান বলেছেন, মঙ্গলবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটেছে।

তিনি জানিয়েছেন, ভোর থেকে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে এসেছিলেন। কিন্তু আসার পর কোনো ট্রেন না পেয়ে তারা উত্তেজিত হয়ে স্ট্রেশনে ভাঙচুর শুরু করেন। তারা উত্তেজিত হয়ে স্টেশনের কিছু চেয়ার-টেয়ার ভেঙেছেন।

যাত্রীরা বলেন, টিকিট বিক্রি করে পূর্বঘোষণা ছাড়াই ট্রেন বন্ধ রাখায় তারা ভোগান্তিতে পড়েছেন।

 

এ রকম কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের শাস্তির দাবিও জানান ভুক্তভোগী যাত্রীরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

তিন বাংলাদেশিকে দেশে ফেরালেন বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
তিন বাংলাদেশিকে দেশে ফেরালেন বিজিবি
উদ্ধারকৃতরা

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।  

বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার (২ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এ তিনজনকে আটক করে বিএসএফ। তারা সীমান্ত পিলার নম্বর ৩৬৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের ওয়ালীগড় এলাকায় অবস্থান করছিল।

 

আরো পড়ুন
বাবার ট্রাক্টরের নিচে সন্তান, অতঃপর...

বাবার ট্রাক্টরের নিচে সন্তান, অতঃপর...

 

আটক হওয়া তিন বাংলাদেশি নাগরিক হলেন— স্বাধীন পালের ছেলে তুলান পাল, দুখু সিংহের ছেলে মিঠুন সিংহ, মেঘলাল চন্দ্র সিংহের ছেলে মনো হরি চন্দ্র সিংহ। তুলান পাল ও মিঠুন সিংহ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহেড়ী বাজার এলাকার বাসিন্দা। অন্যদিকে, মনোহরি চন্দ্র সিংহ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া গ্রামের বাসিন্দা।  

বিজিবির পক্ষ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা সম্ভব হয়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়।  

আরো পড়ুন
শর্ত দিয়ে সয়াবিন তেল বিক্রির অভিযোগ

শর্ত দিয়ে সয়াবিন তেল বিক্রির অভিযোগ

 

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল ও সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। বিজিবির এই উদ্যোগ সীমান্ত নিরাপত্তা ও দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


 

মন্তব্য

গরুর মাংস ওজনে কম দেওয়ায় প্রতিবাদ, ক্রেতাকে মারধর

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
গরুর মাংস ওজনে কম দেওয়ায় প্রতিবাদ, ক্রেতাকে মারধর
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে গরুর মাংসে ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই কসাইকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন—মাংস বিক্রেতা বাহার ও হারুন। তারা দুইজনই উপজেলার তোরাবগন্জ এলাকার বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে  তোরাবগঞ্জ বাজারে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার (১ মার্চ) তোরাবগঞ্জ বাজারে বাহার কসাইয়ের মাংসের দোকান থেকে মন্তাজুর রহমান নামের এক ক্রেতা ১৮ কেজি মাংস ক্রয় করেন। এতে ৩ কেজি মাংস ওজনে কম দেওয়ার অভিযোগ করে মন্তাজুর রহমান প্রতিবাদ করলে কসাই বাহার ও তার কর্মচারীরা তাকে হেনস্থা করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে মন্তাজুর রহমানের লোকজন মাংসের দোকানে গিয়ে প্রতিবাদ করলে তৎক্ষণিক পুলিশ এসে দুই কসাইকে আটক করে থানায় নিয়ে যায়।

মন্তাজুর রহমান একই উপজেলার চরমার্টিন এলাকার বাসিন্দা।

আরো পড়ুন
বাবার ট্রাক্টরের নিচে সন্তান, অতঃপর...

বাবার ট্রাক্টরের নিচে সন্তান, অতঃপর...

 

ভুক্তভোগী মন্তাজুর রহমান জানায়, পারিবারিক অনুষ্ঠানের জন্য গত শনিবার স্থানীয় তোরাবগঞ্জ বাজারের মাংস কেনার জন্য আসি। এ সময় গোস্ত বিক্রেতা বাহারের সাথে হাড় ছাড়া ৭৮০ টাকা হারে ১৮ কেজি মাংস কেনার জন্য দরদাম চূড়ান্ত করি। এক পর্যায়ে বাহারের মাংসের দোকানের লোকজন তাকে ১৮ কেজি মাংস বুঝিয়ে দেন।

মাংস মাপার পাল্লায় ২ কেজি ও ১ কেজি ওজনের দুটি বাটখারাসহ মোট ১৮ কেজি মেপে দেওয়া হয়েছিল। সেখানে ১৮ কেজি মাংসের বদলে ১৫ কেজি ছিল। ৩ কেজিই কম দিয়েছে তারা। এটা দেখে মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করলে বাহারের লোকজন মারধর করে ফেলে দেয়।

আরো পড়ুন
ছাত্রদলের ১১ সদস্যের কমিটি গঠন, পরদিন ৫ নেতার পদত্যাগ

ছাত্রদলের ১১ সদস্যের কমিটি গঠন, পরদিন ৫ নেতার পদত্যাগ

 

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিক্তিতে তোরাবগঞ্জ বাজার থেকে দুই কসাইকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

হবিগঞ্জে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
হবিগঞ্জে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা মনতলা থেকে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ রেহেনা বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মনতলা বিওপির একদল জোয়ান তাকে গ্রেপ্তার করে। সোমবার বিকেলে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রেহেনা বেগম মাধলপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের মালেক মিয়ার স্ত্রী।

 

বিজিবি ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানজিল সোমবার সন্ধ্যায় এই তথ্য জানান। তিনি জানান জব্দকৃত মাদকের মূল্য ১৭ লাখ ৮৫ হাজার টাকা।

মন্তব্য

বাবার ট্রাক্টরের নিচে সন্তান, অতঃপর...

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
বাবার ট্রাক্টরের নিচে সন্তান, অতঃপর...
প্রতীকী ছবি

লালপুরে ট্রলি ট্রাক্টর চাপায় মুরসালিন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন একই গ্রামের মিন্টু আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, তার বাবা ট্রলি নিয়ে বাড়ি ফিরলে গাড়ির শব্দ শুনে সে দৌড় দিয়ে বাড়ির বাইরে আসে।

অসাবধানতাবশত শিশু মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ