রোপওয়ের পাথর চুরি

রেল নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
রেল নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য বরখাস্ত
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ের রোপওয়ের বাংকার এলাকা থেকে পাথর চুরির ঘটনায় রেল নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনানুগব্যবস্থা গ্রহণে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন, উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন ও সিপাহি মো. আব্দুল হাই। তারা রোপওয়ের বাংকার এলাকায় কর্মরত ছিলেন।

রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দায়িত্বে অবহেলার অভিযোগে আরএনবি কমান্ডার রোকনুজ্জামান খানের সই করা আদেশে ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে পাথর চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে রেলের মহাব্যবস্থাপকের (পূর্ব) কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সদস্যরা প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ সব সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং প্রতিদিন অফিস চলাকালীন কমান্ড্যান্ট, ঢাকার দপ্তরে হাজির থাকবেন।

পাথর চুরির ঘটনা সরেজমিন তদন্তে সহকারী কমান্ড্যান্ট, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঢাকা বিভাগকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, রেলওয়ে সিলেটের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলীকে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) বরাবর প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

দাফনের ৬ মাস পর কবর থেকে তোলা হলো অভ্যুত্থানে নিহতের লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
দাফনের ৬ মাস পর কবর থেকে তোলা হলো অভ্যুত্থানে নিহতের লাশ
ছবি: কালের কণ্ঠ

ঢাকার বংশাল এলাকায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে ভ্যানচালক রিপন হোসেন মারা যান। দাফনের ৬ মাস পর ময়নাতদন্তের জন্য তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পূর্ব পানপাড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে আদালতের নির্দেশনায় লাশটি উত্তোলন করা হয়।

রিপনের লাশ উত্তোলনের সময় রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস উপস্থিত ছিলেন।

 

নিহত রিপন পূর্ব পানপাড়া গ্রামের ছত্তর ভূঁইয়া বাড়ির মৃত ইদ্রিস মিয়া ও সুফিয়া বেগম দম্পতির ছেলে। তিনি ঢাকায় ভ্যান চালাতেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে রিপন গুলিবিদ্ধ হন। ৭ আগস্ট শ্যামলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে রামগঞ্জে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে দুই শতাধিক লোককে আসামি করে রাজধানীর কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

নিহত রিপনের স্ত্রী শামীমা আক্তার রুমা গণমাধ্যমকে বলেন, ‘গুলি করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। বিচার পেতে আমি মামলা করেছি।

’ রিপনের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান তিনি। 

রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস বলেন, ‘মামলার তদন্তের প্রয়োজনে ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

মাদকাসক্ত নারীর ইয়াবা সেবনের ভিডিও ধারণ করলেন ওসি, অতঃপর...

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
মাদকাসক্ত নারীর ইয়াবা সেবনের ভিডিও ধারণ করলেন ওসি, অতঃপর...
ভিডিও থেকে নেওয়া

মাদারীপুরের শিবচরে এক নারীসহ ৪ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। প্রমাণ রাখতে ঘরের বাইরে থেকে গোপনে প্রথমেই নারী মাদকসেবীসহ ৪ জনের ইয়াবা সেবনের দৃশ্য নিজ মোবাইলে ধারণ করেন শিবচর থানার ওসি মো. রতন শেখ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার ওসি মো. রতন শেখের নেতৃত্বে রবিবার ভোররাতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা হাজী কাইমুদ্দিন শিকদার কান্দি গ্রামের কালু খানের বাড়িতে প্রবেশ করে পুলিশের একটি দল। এসময় ঘরের মধ্যে এক নারীসহ ৪ জন মাদকসেবী ইয়াবা সেবন করছিল।

বিষয়টি বুঝতে পেরে প্রমাণ রাখতে ঘরের বেড়ার ফাঁকা দিয়ে ওসি তার নিজ মোবাইলে মাদক সেবনের ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন।

আরো পড়ুন

বইমেলার দ্বিতীয় দিনে এলো ১৩ বই

বইমেলার দ্বিতীয় দিনে এলো ১৩ বই

 

ভিডিওতে দেখা যায়, এক নারী ও অপর ৩ জন যুবক একটি ঘাটের উপর বসে ইয়াবা সেবন করছে। মোবাইলে ভিডিও ধারণ শেষে পুলিশ ঘর থেকে ইয়াবা সেবনরত অবস্থায় নারী মাদক কারবারি ওই গ্রামের মনির হাওলাদারের স্ত্রী রাসনা আক্তার (২৮), ফরিদপুরের নগরকান্দা থানার জঙ্গরদী গ্রামের আরমান শেখ (৩২), মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ শায়েস্তাবাদ গ্রামের রেজা হাওলাদার ওরফে হৃদয় (২৭) ও মাদারীপুরের শফিকুল ইসলামকে (২৬) আটক করে। এসময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন

সাবিনাদের কথা শুনেছে তদন্ত কমিটি

সাবিনাদের কথা শুনেছে তদন্ত কমিটি

 

রবিবার বিকেলে আটককৃতদের মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

শিবচর থানার ওসি রতন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে ভোররাতে অভিযান পরিচালনা করি। অভিযানকালে একটি ঘরের মধ্যে এক নারী ও তিনজন পুরুষ ইয়াবা সেবন করছিল।

প্রমাণ রাখার উদ্দেশ্যে ঘরের ফাঁকা দিয়ে গোপনে ইয়াবা সেবনের দৃশ্য মোবাইলে ধারণ করেছি। পরে ঘরে প্রবেশ করে ইয়াবা সেবনরত অবস্থায় এক নারীসহ ৪ মাদকসেবীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আটকদের মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

বাড়ির উঠানে খেলছিল শিশু, পুকুরে মিলল প্রাণহীন দেহ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
শেয়ার
বাড়ির উঠানে খেলছিল শিশু, পুকুরে মিলল প্রাণহীন দেহ

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে মুনতাহা বেগম নামের ২১ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামের আশিক আলীর মেয়ে।

স্থানীয় ইউপির ওয়ার্ড সদস্য আফিজ আলী বলেন, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলছিল।

কিছু সময় পরে তাকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। 

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার প্রাণহীন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য

আ. লীগ নেতা নোয়াব আলী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
শেয়ার
আ. লীগ নেতা নোয়াব আলী গ্রেপ্তার
নোয়াব আলী। সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নোয়াব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তার পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

আরো পড়ুন
প্রচারপত্র বিলির সময় ধরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অতঃপর...

প্রচারপত্র বিলির সময় ধরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অতঃপর...

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন। 

তিনি বলেন, আনোয়ারা থানার নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ