ঢাকা, সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬

ঢাকা, সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬

রাস্তার কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, জনদুর্ভোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
শেয়ার
রাস্তার কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, জনদুর্ভোগ
ছবি : কালের কণ্ঠ

পাবনার চাটমোহর-হান্ডিয়াল-হামকুড়িয়া আঞ্চলিক সড়কটি সংস্কারকাজ ফেলে লাপাত্তা হয়েছেন ঠিকাদার। আট মাসে রাস্তাটি সংস্কার করার কথা থাকলেও মাত্র দুই মাসে কিছু কাজের পর আর কোনো কাজ করেননি ঠিকাদার। ফলে দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের মানুষরা।

দুর্ভোগ নিরসনে এবং রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আরো পড়ুন
জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে চাটমোহর পৌর শহরের জার্দিস মোড় এলাকার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্রসমাজের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, পাবনার চাটমোহরে ১২ কিলোমিটার সড়কের সংস্কার ও মেরামতকাজ ফেলে প্রায় চার মাস ধরে লাপাত্তা সড়ক বিভাগের এক ঠিকাদার। ফলে সড়কটি এলাকাবাসীর জন্য এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কজুড়ে খানাখন্দ ও অসংখ্য ছোট-বড় গর্তের কারণে মানুষ চলাচলে করতে পারছে না, পড়তে হচ্ছে প্রতিনিয়ত ভোগান্তিতে।

এমন জনগুরুত্বপূর্ণ সড়কটি সঠিক তদারকির মাধ্যমে দ্রুত সংস্কারের দাবি জানান তারা।

চাটমোহর উপজেলা থেকে ভায়া হান্ডিয়াল-হামকুড়িয়া পর্যন্ত ঢাকা রাজশাহী মহাসড়কের শাখা সড়ক এটি। পাবনা সদর, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়াসহ কয়েকটি উপজেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয় এই আঞ্চলিক সড়কটি। সড়কটির কল্যাণে এইসব অঞ্চলের মানুষদের ঢাকায় যেতে প্রায় দুই ঘণ্টা সময় সাশ্রয় হয়।

চলনবিল অঞ্চলের মৎস্য ও কৃষিপণ্য পরিবহনেও যথেষ্ট ভূমিকা রাখছে আঞ্চলিক এই মহাসড়কটি।

আরো পড়ুন
সেনাপ্রধান এবং ড. ইউনূসকে জড়িয়ে কালের কণ্ঠের নামে অপপ্রচার

সেনাপ্রধান এবং ড. ইউনূসকে জড়িয়ে কালের কণ্ঠের নামে অপপ্রচার

 

চাটমোহর থেকে হান্ডিয়াল হামকুড়িয়া ঢাকা-রাজশাহী মহাসড়ক পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের চাটমোহর জার্দিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত ১৬ কোটি টাকা বরাদ্দে প্রায় ১২ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু হয় গত বছরের জুলাই মাসে। চাটমোহর বাজারের জারদিস মোড় থেকে সড়ক ও জনপথ বিভাগের সড়কটি সংস্কারকাজ শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান সিরাজগঞ্জের টুর্ণা এন্টারপ্রাইজ। এ কাজের সময়সিমা আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকলেও এখন পর্যন্ত ১০ ভাগ কাজও শেষ হয়নি সড়কে।  

প্রাসঙ্গিক
মন্তব্য

আজহারির মাহফিলে ৮ নারী চোর আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
আজহারির মাহফিলে ৮ নারী চোর আটক
ছবি: কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অনুষ্ঠিত ড. মিজানুর রহমান আজহারির তাফসিরুল কোরআন মাহফিলের নারী প্যান্ডেল থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরি চেষ্টার অভিযোগে আট নারীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মাহফিল চলাকালে ওই আট নারীকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজন হবিগঞ্জ, একজন নরসিংদী, একজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ঢাকার সাভারের বাসিন্দা। তারা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

তাঁদের কাছ থেকে চুরীকৃত একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না নিউজিল্যান্ড

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না নিউজিল্যান্ড

 

সদর থানার ওসি রইস উদ্দিন বলেন, ওই আট নারী চোরের বিরুদ্ধে রবিবার মামলা করার পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মাহফিল থেকে মোবাইল ফোন চুরি ও হারানোর অভিযোগে ২০টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে থানায়। 

গত শনিবার বিকেলে জাবালুন নূর ফাউন্ডেশন আয়োজিত মাহফিলে জেলা জামায়াত আমির ও জাবলুন নূর ফাউন্ডেশনের  চেয়ারম্যান আবু জার গিফারীর সভাপতিত্বে বয়ান পেশ করেন ড. মিজানুর রহমান আজাহারি।

প্রাসঙ্গিক
মন্তব্য

জুতা ও সাইকেলের পেডেলে হত্যার রহস্য

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
শেয়ার
জুতা ও সাইকেলের পেডেলে হত্যার রহস্য
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যার ১৭ দিন পর ফেলে যাওয়া জুতা আর বাইসাইকেলের ভাঙা প্যাডেলের আলামত ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত দিবস রেংগেট (১৯) ও তার বন্ধু উজ্জ্বল বাউরিকে (২৩) আটক করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

ওসি জানান, ৬ ফেব্রুয়ারি শমশেরনগর চা বাগানের ১১ নম্বর সেকশনের ঢালে ১০-১১ বছর বয়সি মেয়ের মরদেহ পড়ে ছিল। নিহতের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন এবং গলা কাটা ছিল।

ঘটনাস্থলে কমলগঞ্জ থানা ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি সদস্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। অনুসন্ধানে তারা জানতে পারেন, মরদেহটি শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলার আপ্পারাও রেলীর মেয়ে পূর্ণিমা রেলী (১০)। 

সুরতহাল প্রস্তুতসহ আনুষঙ্গিক কাজ শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটির তদন্তে মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের তত্ত্বাবধানে মামলার কার্যক্রম পরিচালনা হওয়া শুরু হয়। 

ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া, তদন্তকারী কর্মকর্তা রতন কুমার হালদারের সমন্বয়ে একটি অভিজ্ঞ টিম গঠন করা হয়। 

কমলগঞ্জ থানা এই মামলা উদঘাটনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সাপোর্ট সরবরাহ করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা তিন জোড়া স্যান্ডেল, একটি বাইসাইকেলের পেডেল, একটি পুরাতন গামছার সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ও নিয়োগ করা সোর্সের দেওয়া তথ্য মোতাবেক ওই আভিযানিক টিম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়, ঘটনার সঙ্গে জড়িত নারায়ণ টিলার লাছানা রেংগেটের ছেলে দিবস এবং একই এলাকার সুনিল বাউরির ছেলে উজ্জলকে শমশেরনগর চা বাগান এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা উভয়ে পূর্ণিমাকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দিবস। ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুই জোড়া পুরুষ স্যান্ডেলের মধ্যে এক জোড়া তার এবং অপর জোড়া উজ্জলের বলে জানান তিনি। 

তিনি আরো জানান, গামছাটি উজ্জ্বলের এবং বাইসাইকেলের প্যাডেলটি তার নিজের সাইকেলের। সাইকেলটি উজ্জলের বসতভিটার গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয়। সাইকেলটির প্যাডেল ছিল না।

মামলাটি বর্তমানে তদন্তাধীন।

এই সংবাদ সম্মেলনে শমসেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া এবং তদন্তকারী কর্মকর্তা রতন কুমার হালদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য
মামলা বাণিজ্য

নারায়ণগঞ্জে আসামিরা চেনেন না বাদীকে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে আসামিরা চেনেন না বাদীকে
ছবি: কালের কণ্ঠ

গত বছরের ১৯ জুলাই বিকেলে আন্দোলনের সময় আব্দুল্লাহ আল মামুন রাজধানীর বনশ্রী হাসপাতালের সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল বনশ্রী হলেও মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার কলেজ শিক্ষার্থী ইয়ামিন প্রধানকে। একই মামলায় আসামি জাহাঙ্গীর আলম প্রধান। ইয়ামিন প্রধানের পরিবার ও জাহাঙ্গীর আলম প্রধান নিজেই বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

আরো পড়ুন
এখনো পদত্যাগ করিনি : নাহিদ ইসলাম

এখনো পদত্যাগ করিনি : নাহিদ ইসলাম

 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মামলা থেকে রেহাই পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা।

এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়।
সংবাদ সম্মেলনে ইয়ামিনের বাবা ও রূপগঞ্জের তারাব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল বারেক বলেন, ‘আমার ছেলে কখনো কোনো রাজনৈতিক দল বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না। মামলার বাদীকে আমরা কখনো দেখিনি কিংবা চিনিও না।

খারাপ উদ্দেশ্য হাসিলের জন্যই আমার ছেলেকে মামলার আসামি করেছে।’

মামলার অপর আসামি জাহাঙ্গীর আলম প্রধান বলেন, ‘আমি তারাব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আইনবিষয়ক পদে রয়েছি। আমরা অনেক আগে থেকেই বিএনপির রাজনীতি করে আসছি।’

এ বিষয়ে মামলার বাদী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যেহেতু মামলায় নাম আসছে, এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তদন্ত করবেন।

’ আসামিদের চেনেন কি না, এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরো পড়ুন
শ্রীপুর সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ

শ্রীপুর সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ

 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ‘কারো বিরুদ্ধে যদি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া না যায় তাহলে তার নাম চার্জশিটে বাদ যাবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

শ্রীপুর সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
শ্রীপুর সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ
সংগৃহীত ছবি

সাহিত্য, সংগীত ও গবেষণায় ছয়জন কীর্তিমান ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘শ্রীপুর সাহিত্য পরিষদ’। এ বছর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজকে কবিতা বিভাগে সম্মাননা দেওয়া হয়। 

সাহিত্যাঙ্গনে নিজেকে বিস্তৃত করেছেন কবি হাসান হাফিজ। সাহিত্যাঙ্গনে তার বিচরণক্ষেত্র বহুবিধ।

তার অনবদ্য লেখনীর মাধ্যমে পাঠকসমাজে বিশেষ স্থান করে নিয়েছেন তিনি। হাফিজের কাব্যগ্রন্থগুলো পাঠকদের হৃদয়ে গভীর দাগ কেটেছে এবং সাহিত্যপ্রেমীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। একই বিভাগে ড. রফিকুল মোহামেদকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া বাকি চারজন গুণী ব্যক্তিত্বরা হলেন সংগীতে জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার মিল্টন খন্দকার, কথাসাহিত্যে মাসউদ আহমাদ, শিশুসাহিত্যে জিসান মেহবুব এবং গবেষণায় ইমরোজ মাহফুজ।

আজ রবিবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী চলা বইমেলার তৃতীয় দিনে এ সম্মাননা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন গীতিকার ও গবেষক শহীদুল্লাহ ফরায়জী, শ্রীপুর সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান (ইতিহাস) সেলিম মোল্লা প্রমুখ।

পরে পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের পুরস্কার গ্রহণ করেন কালের কণ্ঠের গাজীপুর আঞ্চলিক প্রতিনিধি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহসিন আহমেদ।

মন্তব্য